সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার প্রশাসন বিভিন্ন সময়ে দেশের গুরুত্বপূর্ণ গোপন তথ্য বাইরে পাচার করেছেন। তার মতে, ওবামা প্রশাসন বৃহৎ পরিসরে এই তথ্য ফাঁসের সাথে সরাসরি সংযুক্ত ছিল।
সম্প্রতি ‘টাউন হল বিদ্রোহ’ সম্পর্কে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন।
নিজ দলের মধ্যে ট্রাম্পের বিরোধিতা বাড়ছে। এই বিরোধিতার পেছনে ওবামার হাত আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি তিনি এর সাথে যুক্ত। সেই সাথে আমি জানি এটা রাজনীতিরই অংশ। সেই সাথে তিনি অভিযোগ করেন ওবামা প্রশাসনের এমন কর্মকান্ডে প্রথম মাসে দাপ্তরিক কাজকর্মে তাকে বেশ অসুবিধায় পড়তে হয়।
তিনি বলেন, পর্দার পেছনে কি ঘটছে তা নিশ্চিতভাবে জানা সম্ভব নয়। তবে আমার মনে হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংক্রান্ত তথ্যফাঁসের সাথে ওবামা এবং তার প্রশাসনের লোকজন জড়িত। কারণ তারা জাতীয় নিরাপত্তা ইস্যুতে তারা ছিলেন যথেষ্ট উদাসীন।
তবে সাক্ষাৎকার অনুষ্ঠানে নিজের বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি ট্রাম্প।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে ফক্স নিউজকে দেওয়া অন্য এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মেক্সিকো এবং অস্ট্রেলিয়ার নেতাদের সাথে তার কলের রেকর্ড ‘ওবামার লোক’-রাই ফাঁস করে। যার কারনে জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে বলেও মনে করেন তিনি।