প্রাথমিক শিক্ষার গুরুত্ব সর্বাধিক। জীবনের শুরুর এই বিদ্যা সারা জীবনের পাথেয় হয়ে ওঠে। শেকড় বাঁচানোর এই শিক্ষা সুবিধা প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না। বিশ্বের বিভিন্ন প্রান্তে তাই সুবিধাবঞ্চিতদের জন্য গড়ে ওঠেছে ব্যতিক্রমী সব স্কুল। এসব স্কুলের উদ্দেশ্য ও শিক্ষা কার্যক্রম বিশ্বব্যাপী আলোচিত ও প্রশংসনীয় হয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকদের লেখায় ও মন্তব্যে। এই বিচিত্র সব স্কুলের তালিকায় বাংলাদেশের ভাসমান স্কুল যেমন প্রশংসিত হয়েছে তেমনি উল্লেখযোগ্য ছিল মুক্ত বিদ্যালয়, রেল বিদ্যালয়, প্রযুক্তিনির্ভর বিদ্যালয়। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে একেক স্কুল একেক পরিকাঠামো ও সিলেবাস রয়েছে। প্রাথমিক শিক্ষা প্রদানের এই বিচিত্র স্কুলের কথা জানাচ্ছেন- সাদিয়া ইসলাম বৃষ্টি