অনুকূল আবহাওয়া ও কীটনাশকের আক্রমণ কম হওয়ায় নতুন উদ্ভাবিত বিএআরআই সরিষা বীজ চাষ করে ভালো ফলন হওয়ায় আশান্বিত হচ্ছে জেলার চাষিরা।
কৃষি সম্প্রসারণ বিভাগ (ডিএই) সূত্র জানায় ৪ হাজার টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এবারের মৌসুমে জেলার ছয় উপজেলার ৩ হাজার ৬শ ৬৫ হেক্টর জমিতে বিএআরআই এর উচ্চ ফলনশীল সরিষা বীজ চাষ করেছে।
ডিএই-র উপপরিচালক লুৎফর হোসেন বাসসকে বলেন, স্থানীয় জাতের চেয়ে উচ্চ ফলনশীল এই জাতের বীজ চাষ করতে ডিএই কর্মীরা চাষিদের উৎসাহিত করে। এর আগে চাষিরা বিচ্ছিন্নভাবে আগের জাতের বীজ চাষ করত, তার ফলনও ছিল অনেক কম।
গত দুই বছর ধরে চাষিরা উচ্চ ফলনশীল এই জাতের সরিষা চাষ করে ভালো ফলন পাওয়ায় অনেক খুশি, বিএআরআই সরিষা বীজে প্রতি বিঘা জমিতে চার থেকে পাঁচ মণ সরিষা পাচ্ছে বলে তিনি জানান।
কম সময়ে অর্থকরি ফসল হিসেবে এই বীজ চাষে সার, কীটনাশক ও সেচের জন্য অতিরিক্ত কোনো ব্যয় নেই বলে তিনি জানান।
সংবাদ শিরোনাম
নরসিংদীতে উচ্চফলনশীল সরিষা বীজের ফলনে খুশি চাষিরা
- Reporter Name
- আপডেট টাইম : ১১:১৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
- ৩৬২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ