ঋতু রাজ বসন্ত এলেই
বাসন্তীকে পেতে ইচ্ছে করে।
ভাবছো এই বাসন্তী আবার কে ?
ভুলে গেছ তুমি ,আমি ভুলিনি
ফাগুনের আগমনে
বাসন্তী রঙের শাড়ীতে খোলা চুলে
লাল ব্লাউজ, হাতে ছিলো রজনী গন্ধ্যা
খোঁপায় গাঁধা ফুলের মালা
যে গান তুমি শুনিয়েছিলে
আজও
কানে বাজে সেই সুর
মন্ত্র মুগ্ধের মত চেয়েছিনু তোমার পানে
দেখিছিলাম তোমার যৌবনের দোলা
দেখেছিনু অষ্টাদশীর উচ্ছলতা
শুনেছিনু নুপুরের নিক্কন
ভালোবেসে নাম দিয়েছিলাম তোমায়
“বাসন্তী “।
সময়ের ব্যবধানে আজ
তুমি আমি দূরে বহু দূরে
ভালবাসা খুঁজে বেড়াই
অর্থ আর ব্যস্ততার ভীড়ে
প্রবাসী জীবন ,কষ্টের জীবন
নষ্ট জীবন ভালবাসা খুঁজে ফিরে।
সে দিন ছিলো তোমার আমার প্রথম ফাগুন
আজো ফাগুনের প্রথম দিনে
হৃদয়ে জ্বলে ফাগুনের আগুন।
ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত
তুমি কাছে নেই ,তুমি দেশে ,আমি প্রবাসে
তবু ও তো আজ বসন্ত। জাহাঙ্গীর বাবু (সিঙ্গাপুর প্রবাসী)