কিশোরগঞ্জ জেলা শহরের ভেতর দিয়ে প্রবাহিত নরসুন্দা নদের তীরের সৌন্দর্যতা আস্তে আস্তে ফিরে পাচ্ছে। নদীর তীরের অবৈধ স্থাপনা ও অবৈধভাবে গড়ে উঠ দোকান এবং যত্রতত্র গাড়ির পার্কিং বন্ধে অভিযানে নেমেছে সদর উপজেলা প্রশাসন। গত দুদিন যাবত সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাসউদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে।
জানা গেছে, কিশোরগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রস্থল ষ্টেডিয়াম রোড এলাকা বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তোলার ফলে নরসুন্দার পাড়ের সৌন্দর্যতা নষ্ট হচ্ছিল। পাশাপাশি জেলখানা মোড়ে দেখা দেয় বড় ধরনের যানজট। এছাড়াও অবৈধ স্থাপনা ফুটপাতে গড়ে তোলার ফলে সদর হাসপাতাল রোডে বড় রকম যানজট সৃষ্টি হয়। যেখানে ফুটপাত দেওয়া হয়েছে জনগণের চলাচলের জন্য সেখানে কিভাবে অবৈধ দোকানপাট স্থাপনা বসে তা সাধারণ মানুষের মনে বিভিন্ন প্রশ্ন ছিল।
কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ জানান, জনগণের সার্বিক সুযোগ সুবিধার কথা চিন্তা করে নরসুন্দা পাড়ে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনচলাচলের সুব্যবস্থা করে দেওয়া হচ্ছে।