ঢাকা ১২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

একাদশ শ্রেণীতে ভর্তির ফল রোববার: শিক্ষা সচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০১৫
  • ৬২১ বার
শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান জানিয়েছেন রোববার একাদশ শ্রেণীতে ভর্তির ফল প্রকাশ করা হবে। তিনি বলেন, ‘সফটওয়্যারটি বুয়েটকে দিয়ে করা হয়েছে। আমাদেরও বোঝার কিছু ভুল ছিল। আগামীকাল ফল দিতে পারব, আশা করছি আগামীতে আর এ ভুল হবে না।’
তিনি শনিবার সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ে স্কুল ব্যাংকিং বুথ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাস্তব অভিজ্ঞতা বুঝতে আমরা বুয়েটকে দিয়ে সফটওয়্যারটা তৈরি করেছি। যা হোক কিছু ভুলভ্রান্তি ছিল।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মেহমুদ হোসেন, অ্যাসিস্টেন্ট কান্ট্রি ডিরেকটর এ কে এম মোরশেদ, উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা সহকারি কমিষনার (ভূমি) বেগম শাহিনা পারভীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল আলম খান প্রমুখ।
ওয়েবসাইটের কারিগরি সমস্যা সমাধান না হওয়ায় একাদশ শ্রেণীতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তির ফলাফল দ্বিতীয় দফায় পেছানোর পর আজ শনিবার সকাল আটটায় প্রকাশের কথা ছিল। কিন্তু সকাল ১০টার দিকে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের বলেন, আজ ফল প্রকাশ হবে কি না, সেই সম্ভাবনার কথা বলা যাচ্ছে না। তবে চেষ্টা চলছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহায়তায় ঢাকা শিক্ষা বোর্ড এবার কলেজে ভর্তির কাজটি সমন্বয় করছে। বোর্ডের পূর্বঘোষিত সময় অনুযায়ী গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ফলাফল প্রকাশ করার কথা ছিল। কিন্তু ওই দিন কারিগরি সমস্যার কারণে ফল প্রকাশ করতে পারেনি ঢাকা বোর্ড। এ জন্য এক দিন সময় বাড়িয়ে শুক্রবার রাত সাড়ে ১১টায় ফলাফল প্রকাশের সময় নির্ধারণ করা হয়। কিন্তু শুক্রবার রাতে ফলাফল প্রকাশের সময় পিছিয়ে শনিবার সকাল আটটায় তা প্রকাশ করা হবে বলে জানানো হয়। কিন্তু আজ সকালেও তা প্রকাশ করা হয়নি।
ঢাকা শিক্ষাবোর্ডের একটি সূত্র জানায়, যে ওয়েবসাইটে কাজ চলছে, সেখানে বড় ধরনের কারিগরি সমস্যা হচ্ছে। সেটি একাধিকার হ্যাকড হয়েছে। এ জন্য ফল প্রকাশ করা যাচ্ছে না।
বারবার সময় দিয়েও ফল প্রকাশ করতে না পারায় ভর্তি-ইচ্ছুক লাখ লাখ শিক্ষার্থীর মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। সন্তানদের ভর্তি নিয়েও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। এবার মোট ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য আবেদন করে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

একাদশ শ্রেণীতে ভর্তির ফল রোববার: শিক্ষা সচিব

আপডেট টাইম : ০৪:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০১৫
শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান জানিয়েছেন রোববার একাদশ শ্রেণীতে ভর্তির ফল প্রকাশ করা হবে। তিনি বলেন, ‘সফটওয়্যারটি বুয়েটকে দিয়ে করা হয়েছে। আমাদেরও বোঝার কিছু ভুল ছিল। আগামীকাল ফল দিতে পারব, আশা করছি আগামীতে আর এ ভুল হবে না।’
তিনি শনিবার সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ে স্কুল ব্যাংকিং বুথ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাস্তব অভিজ্ঞতা বুঝতে আমরা বুয়েটকে দিয়ে সফটওয়্যারটা তৈরি করেছি। যা হোক কিছু ভুলভ্রান্তি ছিল।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মেহমুদ হোসেন, অ্যাসিস্টেন্ট কান্ট্রি ডিরেকটর এ কে এম মোরশেদ, উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা সহকারি কমিষনার (ভূমি) বেগম শাহিনা পারভীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল আলম খান প্রমুখ।
ওয়েবসাইটের কারিগরি সমস্যা সমাধান না হওয়ায় একাদশ শ্রেণীতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তির ফলাফল দ্বিতীয় দফায় পেছানোর পর আজ শনিবার সকাল আটটায় প্রকাশের কথা ছিল। কিন্তু সকাল ১০টার দিকে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের বলেন, আজ ফল প্রকাশ হবে কি না, সেই সম্ভাবনার কথা বলা যাচ্ছে না। তবে চেষ্টা চলছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহায়তায় ঢাকা শিক্ষা বোর্ড এবার কলেজে ভর্তির কাজটি সমন্বয় করছে। বোর্ডের পূর্বঘোষিত সময় অনুযায়ী গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ফলাফল প্রকাশ করার কথা ছিল। কিন্তু ওই দিন কারিগরি সমস্যার কারণে ফল প্রকাশ করতে পারেনি ঢাকা বোর্ড। এ জন্য এক দিন সময় বাড়িয়ে শুক্রবার রাত সাড়ে ১১টায় ফলাফল প্রকাশের সময় নির্ধারণ করা হয়। কিন্তু শুক্রবার রাতে ফলাফল প্রকাশের সময় পিছিয়ে শনিবার সকাল আটটায় তা প্রকাশ করা হবে বলে জানানো হয়। কিন্তু আজ সকালেও তা প্রকাশ করা হয়নি।
ঢাকা শিক্ষাবোর্ডের একটি সূত্র জানায়, যে ওয়েবসাইটে কাজ চলছে, সেখানে বড় ধরনের কারিগরি সমস্যা হচ্ছে। সেটি একাধিকার হ্যাকড হয়েছে। এ জন্য ফল প্রকাশ করা যাচ্ছে না।
বারবার সময় দিয়েও ফল প্রকাশ করতে না পারায় ভর্তি-ইচ্ছুক লাখ লাখ শিক্ষার্থীর মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। সন্তানদের ভর্তি নিয়েও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। এবার মোট ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য আবেদন করে।