এ বছর সরকারিভাবে বিতরণ করা পাঠ্য বইয়ের ভুল বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,ভুল থাকবে, আমরা তা সমাধান করে করে এতোদিন এগিয়েছি।
মঙ্গলবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ভুলের বিষয়ে তদন্ত কমিটির কাজ শুরু হয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে নেতিবাচক প্রচার না করতে অনুরোধ জানাচ্ছি।
শিক্ষামন্ত্রী বলেন, `ছোট ছোট ভুল ছাপার মিসটেকের কারণে হতে পারে। কিন্তু বড় বড় ভুল যেমন: কাভার পেইজে বড় অক্ষরে ছাপার শব্দে বানান ভুল, কবিতা বিকৃতি। এগুলো ক্ষমার অযোগ্য।`
তিনি বলেন, `বড় ভুলগুলো কীভাবে সংশোধন করা যায়, তা নিয়ে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে দু`জনকে ওএসডি করা হয়েছে। জড়িত সবাইকে শাস্তি দেয়া হবে।`