তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, আগামী ২০১৮ সালের মধ্যে আইসিটি খাত থেকে এক বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার বাজেট আলোচনায় সংসদে তিনি বলেন, সরকারের দূরদর্শী চিন্তাভাবনার কারণে টেলিকমিউনিকেশন সেক্টরে উন্নয়নের মধ্য দিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে সক্ষম হয়েছি। এছাড়া ২০২১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে এক নম্বর আউট সোর্সিং দেশ হিসেবে প্রতিষ্ঠা হবে বলেও জানান তিনি।