কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দিঘিড় পাড় গ্রামে ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমিউনিটি ক্লিনিকটি প্রতিষ্ঠার ১৯ বছর পেরিয়ে গেলেও রোগীদের যাতায়াতের কোন প্রকার সড়ক নির্মিত হয়নি। দরজা-জানালা ভেঙ্গে যাওয়া, নোংরা পরিবেশ, ফ্লোর দেবে যাওয়া, প্রয়োজনীয় ওষুধ না পাওয়া, জনবল সঙ্কটসহ নানান সমস্যায় জর্জরিত স্বাস্থ্য কেন্দ্রটি। এতে করে ব্যাহত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর হাজার হাজার লোকের স্বাস্থ্য সেবা।
১৯৯৮ সালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিউনিটি ক্লিনিক প্রকল্পের আওতায় তিন তলা বিশিষ্ট এ ক্লিনিকটি নির্মিত হয়। প্রতিষ্ঠার পর থেকে শুধু হেলথ কেয়ার প্রোভাইডার ও একজন পরিদর্শক দিয়ে এ স্বাস্থ্য কেন্দ্রটি পরিচালিত হয়ে আসছে। বিভিন্ন সময়ে কিছু জনবল নিয়োগ করা হলেও বেহাল অবস্থার কারণে তারা অন্য স্থানে চলে যাচ্ছেন।
বাঙ্গরা পশ্চিম ইউপি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. নিতাই মজুমদার বলেন, কেন্দ্রটির প্রধান সমস্যা সড়ক না থাকা। বর্ষাকালে ভেজা কাপড়ে আমাদের ক্লিনিকে আসতে হয়।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদের বলেন, গত ১৯ বছরে সড়ক নির্মান না হওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। ক্লিনিকে রোগীদের যাতায়াতের জন্য জরুরি ভিত্তিতে সড়কের ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ শিরোনাম
বিলের মাঝে ক্লিনিক
- Reporter Name
- আপডেট টাইম : ১২:৩৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০১৭
- ৩১১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ