শাকিলের শেষ কবিতা ইউটিউবে

ওপারে চলে গেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) ও কবি মাহবুবুল হক শাকিল। তার শেষ কবিতাটির আবৃত্তি এবার জনপ্রিয় মাধ্যম ইউটিউবে ভিডিও আকারে আপলোড করা হয়েছে।

টেলিভিশন সাংবাদিক ও সাবেক ছাত্রলীগ নেতা জয়দেব দাশের প্রযোজনায় ‘এলা, ভালবাসা, তোমার জন্য’ শিরোনামের কবিতাটি আবৃত্তি করে এক মিনিট তিন সেকেন্ডের ভিডিওটি ইতোমধ্যেই দারুণভাবে সাড়া ফেলেছে শাকিল ভক্তদের মধ্যে।

নিচে প্রয়াত শাকিলের এ কবিতা দেওয়া হলো:

কোন এক হেমন্ত রাতে অসাধারণ
সঙ্গম শেষে ক্লান্ত তুমি, পাশ ফিরে শুবে।
তৃপ্ত সময় অখণ্ড যতিবিহীন ঘুম দিবে।
তার পাশে ঘুমাবে তুমি আহ্লাদী বিড়ালের মতো,
তার শরীরে শরীর ছুঁয়ে ছুঁয়ে, মাঝরাতে।
তোমাদের দরজায় দাঁড়িয়ে থাকবে এক প্রগাঢ় দীর্ঘশ্বাস,
আরো একবার তোমাদের মোথিত চুম্বন দেখবে বলে।
মৃতদের কান্নার কোন শব্দ থাকে না, থাকতে নেই,
নেই কোন ভাষা, কবরের কোন ভাষা নেই।
হতভাগ্য সে মরে যায় অকস্মাৎ বুকে নিয়ে স্মৃতি,
তোমাদের উত্তপ্ত সৃষ্টিমুখর রাতে। ভালবাসা, তোমার জন্য…

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর