অসম লড়াই? আলবত। সাপের সঙ্গে খরগোশের লড়াই হলে কে জিতবে, তার উত্তর দিতে বেশি মাথা খাটানোর প্রয়োজন পড়ে না। কিন্তু, তা সত্ত্বেও ঝুঁকিটা নিতে হয় মা-খরগোশকে। কোন মা-ই বা পারে বাচ্চাগুলোকে চোখের সামনে অমন ভাবে মরতে দিতে!
আর কিছুক্ষণ থাকলে দম আটকে নির্ঘাত মরেই যেত। কয়েক ফুট দীর্ঘ কালো সাপটি খরগোশের বাচ্চাগুলোকে পেঁচিয়ে ধরেছিল। নড়াচড়ারও ক্ষমতা ছিল না ওই ছোট ছোট ছানাগুলোর। হঠাৎ সে সময় হাজির মা-খরগোশ। সাতপাঁচ না ভেবে, দুধের শিশুগুলোকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে।
তার পর, কয়েক মিনিট ধরে লড়াই। সাহস সবসময় সাহসীদেরই সঙ্গ দেয়। এক্ষেত্রেও তার ব্যতয় হয়নি। শেষ পর্যন্ত সবাইকে ভুল প্রমাণ করে, জিতে যায় সেই মা-খরশোস। সাপটি মরল কি বাঁচল, সেটা বড় কথা নয়। আসল কথা, মা তার শিশুগুলোকে বাঁচাতে পারল কি না।