সকালের নাস্তায় রুটির সঙ্গে পিনাট বাটার খেতে পছন্দ করেন অনেকেই। শুধু খেতেই সুস্বাদু নয় এটি, পুষ্টিগুণের দিক থেকেও পিনাট বাটার অতুলনীয়। নিয়মিত এই বাটার খেলে দূরে থাকতে পারবেন বিভিন্ন ধরনের রোগ থেকে।
সুস্থতার জন্য পিনাট বাটা
জেনে নিন পিনাট বাটার কীভাবে আমাদের সুস্থ রাখে-
চিনাবাদামে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। প্রতিদিন ২ চা চামচ পিনাট বাটার খেলে দৈনন্দিন প্রোটিনের চাহিদা পূরণ হবে।
পিনাট বাটারে রয়েছে ভিটামিন বি৩ ও ই যা স্তন ক্যানসারের ঝুঁকি কমায়।
নিয়মিত পিনাট বাটার খেলে সুস্থ থাকে হৃদযন্ত্র।
পিনাট বাটারে কোনও কোলেস্টেরল নেই। ফলে ইচ্ছামতো খাওয়া যায় এটি।
প্রতিদিন সকালের নাস্তায় পিনাট বাটার খেলে ক্ষুধা লাগবে না সহজে। ফলে যারা মেদ নিয়ে চিন্তিত তারা নিশ্চিন্তে এটি খেতে পারেন।
খাবার দ্রুত হজমে সাহায্য করে পিনাট বাটার।
তথ্য: বোল্ডস্কাই