ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পূর্ণোদ্যমে বিউটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০১৫
  • ৫১৮ বার

কয়েক মাস ধরে স্টেজ শো নিয়ে টানা ব্যস্ত সময় পার করছেন লালন-কন্যা খ্যাত বিউটি। এমনকি রাজনৈতিক অস্থিরতার সময়ও কাকতালীয়ভাবে বিউটির শোগুলো বাতিল হয়নি। তাই কমপক্ষে তিন মাস ধরে প্রতিদিন শো করছেন এ সংগীত তারকা। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। ঢাকা এবং বাইরের কোন না কোন স্থানে বিউটির একটি শো থাকছেই। কোন দিন দু-তিনটি শোও করছেন। সব মিলিয়ে চলতি প্রজন্মের নারী তারকাদের মধ্যে সবচেয়ে ব্যস্ত সময় এখন পার করছেন বিউটি। শুক্রবার সন্ধ্যায় গাজীপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে গান গেয়েছেন তিনি। আর শনিবার শো করেছেন টাঙ্গাইলে। এরকম করেই চলতি মাসজুড়ে বিউটির এ টানা শো ব্যস্ততা অব্যাহত থাকবে। তবে এত স্টেজ শো করেও বিন্দুমাত্র ক্লান্ত নন বিউটি। চোখে মুখে ক্লান্তি নয়, গানের প্রতি ভালবাসার ছাপ। স্টেজে উঠলেই যেন অন্যরকম এক শক্তি ভর করে বিউটির ওপর। লালন, ফোক, আধুনিকসহ বিভিন্ন ধরনের গানই স্টেজে পরিবেশন করেন তিনি। এ বিষয়ে বিউটি বলেন, প্রতিদিন কোন না কোন শোতে গান করছি। এটা উপরওয়ালার রহমত। হরতাল-অবরোধ চলাকালীনও কিন্তু আমি শো করেছি। প্রতি বছরই এরকম ব্যস্ততা থাকে। তবে গত তিন মাস ধরে টানা ব্যস্ততা চলছে। মধ্যে একদিনও বন্ধ ছিল কিনা মনে পড়ছে না। প্রতিদিন এরকম শো করলে শারীরিকভাবে তো কিছুটা ক্লান্তি লাগেই। কারণ, জার্নির একটা ব্যাপার থাকে। তার পরও স্টেজে উঠলে অথবা শ্রোতারা সামনে থাকলে ক্লান্তি ভুলে যাই। বলতে পারেন তারাই আমার শক্তি। এদিকে টানা স্টেজ ব্যস্ততার কারণে অ্যালবামে মনোযোগ তেমন একটা দিতে পারেননি বিউটি। বিভিন্ন উৎসবে মিশ্র অ্যালবামে টুকটাক গান করেছেন। তবে অনেক দিন ধরে মনে মনে পরিকল্পনা করলেও একক অ্যালবামের কাজ শুরু করতে পারেননি। চলতি মাস থেকেই পূর্ণোদ্যমে অ্যালবামের গানে ফিরছেন বিউটি। এর মধ্যে একটি লালনের গানের অ্যালবাম করতে যাচ্ছেন তিনি। এ লালনের গান দিয়েই ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছিলেন বিউটি। এবার লালনের গান নিয়ে আবার ফিরছেন তিনি। এরই মধ্যে গান নির্বাচন শুরু করেছেন। এর আগে বিউটির ‘লালনকন্যা’ অ্যালবামের অডিও-ভিডিও ভাল ব্যবসা সফলতা অর্জন করেছিল। কিন্তু তারপর আর লালনের গান নিয়ে পূর্ণাঙ্গ অ্যালবাম করা হয়নি। এবার অ্যালবামের কাজ একটু সময় নিয়ে করতে চান বিউটি। চলতি মাস গান নির্বাচন করে রেকর্ডিংয়ে নামবেন আগামী মাসেই। এদিকে লালনের বাইরেও ক্যারিয়ারের শুরুতে বিউটির কণ্ঠে একাধিক ফোক গান শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। স্টেজে ফোক গানই বেশি করেন তিনি। আর তাই তো লালনের অ্যালবামের বাইরে আরও একটি পরিকল্পনা করেছেন এ শিল্পী। আর সেটি হলো নতুন ফোক গান। তবে অ্যালবাম নয়, একটি মৌলিক ফোক গান করবেন তিনি। আর সেই গানের অডিও-ভিডিও সিঙ্গেল আকারে প্রকাশ করবেন। তবে যেহেতু একটি সিঙ্গেল করবেন তাই বেশ চমকও থাকবে এতে। যেটা বিউটি এখনই প্রকাশ করতে চাচ্ছেন না। লালনের অ্যালবাম ও ফোক গানের সিঙ্গেল নিয়ে তিনি বলেন, লালনের অ্যালবামের অনুরোধ অনেক দিন থেকে শ্রোতা-ভক্তরা করে আসছেন। আর আমার ভালবাসার জায়গাটাও সেখানে। সে কারণে মনের মতো কিছু গান দিয়ে অ্যালবামটি সাজাতে চাই। এরই মধ্যে কয়েকটি গান নির্বাচন করেছি। আস্তে আস্তে আগামী মাস থেকে এগুলোর রেকর্ডিং করে ফেলবো। আশা করছি কোরবানির ঈদে এটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারবো। আর ফোক গান করবো একটি মনের মতো করে। যেটার কথা-সুর হবে অনেক সুন্দর। গানটির অডিও-ভিডিও সিঙ্গেল আকারে প্রকাশ করবো। চেষ্টা করবো এ গানটি আসছে রোজার ঈদে শ্রোতা-দর্শকদের কাছে তুলে দিতে। আশা করছি ভাল লাগবে সবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

পূর্ণোদ্যমে বিউটি

আপডেট টাইম : ০৬:৩৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০১৫

কয়েক মাস ধরে স্টেজ শো নিয়ে টানা ব্যস্ত সময় পার করছেন লালন-কন্যা খ্যাত বিউটি। এমনকি রাজনৈতিক অস্থিরতার সময়ও কাকতালীয়ভাবে বিউটির শোগুলো বাতিল হয়নি। তাই কমপক্ষে তিন মাস ধরে প্রতিদিন শো করছেন এ সংগীত তারকা। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। ঢাকা এবং বাইরের কোন না কোন স্থানে বিউটির একটি শো থাকছেই। কোন দিন দু-তিনটি শোও করছেন। সব মিলিয়ে চলতি প্রজন্মের নারী তারকাদের মধ্যে সবচেয়ে ব্যস্ত সময় এখন পার করছেন বিউটি। শুক্রবার সন্ধ্যায় গাজীপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে গান গেয়েছেন তিনি। আর শনিবার শো করেছেন টাঙ্গাইলে। এরকম করেই চলতি মাসজুড়ে বিউটির এ টানা শো ব্যস্ততা অব্যাহত থাকবে। তবে এত স্টেজ শো করেও বিন্দুমাত্র ক্লান্ত নন বিউটি। চোখে মুখে ক্লান্তি নয়, গানের প্রতি ভালবাসার ছাপ। স্টেজে উঠলেই যেন অন্যরকম এক শক্তি ভর করে বিউটির ওপর। লালন, ফোক, আধুনিকসহ বিভিন্ন ধরনের গানই স্টেজে পরিবেশন করেন তিনি। এ বিষয়ে বিউটি বলেন, প্রতিদিন কোন না কোন শোতে গান করছি। এটা উপরওয়ালার রহমত। হরতাল-অবরোধ চলাকালীনও কিন্তু আমি শো করেছি। প্রতি বছরই এরকম ব্যস্ততা থাকে। তবে গত তিন মাস ধরে টানা ব্যস্ততা চলছে। মধ্যে একদিনও বন্ধ ছিল কিনা মনে পড়ছে না। প্রতিদিন এরকম শো করলে শারীরিকভাবে তো কিছুটা ক্লান্তি লাগেই। কারণ, জার্নির একটা ব্যাপার থাকে। তার পরও স্টেজে উঠলে অথবা শ্রোতারা সামনে থাকলে ক্লান্তি ভুলে যাই। বলতে পারেন তারাই আমার শক্তি। এদিকে টানা স্টেজ ব্যস্ততার কারণে অ্যালবামে মনোযোগ তেমন একটা দিতে পারেননি বিউটি। বিভিন্ন উৎসবে মিশ্র অ্যালবামে টুকটাক গান করেছেন। তবে অনেক দিন ধরে মনে মনে পরিকল্পনা করলেও একক অ্যালবামের কাজ শুরু করতে পারেননি। চলতি মাস থেকেই পূর্ণোদ্যমে অ্যালবামের গানে ফিরছেন বিউটি। এর মধ্যে একটি লালনের গানের অ্যালবাম করতে যাচ্ছেন তিনি। এ লালনের গান দিয়েই ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছিলেন বিউটি। এবার লালনের গান নিয়ে আবার ফিরছেন তিনি। এরই মধ্যে গান নির্বাচন শুরু করেছেন। এর আগে বিউটির ‘লালনকন্যা’ অ্যালবামের অডিও-ভিডিও ভাল ব্যবসা সফলতা অর্জন করেছিল। কিন্তু তারপর আর লালনের গান নিয়ে পূর্ণাঙ্গ অ্যালবাম করা হয়নি। এবার অ্যালবামের কাজ একটু সময় নিয়ে করতে চান বিউটি। চলতি মাস গান নির্বাচন করে রেকর্ডিংয়ে নামবেন আগামী মাসেই। এদিকে লালনের বাইরেও ক্যারিয়ারের শুরুতে বিউটির কণ্ঠে একাধিক ফোক গান শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। স্টেজে ফোক গানই বেশি করেন তিনি। আর তাই তো লালনের অ্যালবামের বাইরে আরও একটি পরিকল্পনা করেছেন এ শিল্পী। আর সেটি হলো নতুন ফোক গান। তবে অ্যালবাম নয়, একটি মৌলিক ফোক গান করবেন তিনি। আর সেই গানের অডিও-ভিডিও সিঙ্গেল আকারে প্রকাশ করবেন। তবে যেহেতু একটি সিঙ্গেল করবেন তাই বেশ চমকও থাকবে এতে। যেটা বিউটি এখনই প্রকাশ করতে চাচ্ছেন না। লালনের অ্যালবাম ও ফোক গানের সিঙ্গেল নিয়ে তিনি বলেন, লালনের অ্যালবামের অনুরোধ অনেক দিন থেকে শ্রোতা-ভক্তরা করে আসছেন। আর আমার ভালবাসার জায়গাটাও সেখানে। সে কারণে মনের মতো কিছু গান দিয়ে অ্যালবামটি সাজাতে চাই। এরই মধ্যে কয়েকটি গান নির্বাচন করেছি। আস্তে আস্তে আগামী মাস থেকে এগুলোর রেকর্ডিং করে ফেলবো। আশা করছি কোরবানির ঈদে এটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারবো। আর ফোক গান করবো একটি মনের মতো করে। যেটার কথা-সুর হবে অনেক সুন্দর। গানটির অডিও-ভিডিও সিঙ্গেল আকারে প্রকাশ করবো। চেষ্টা করবো এ গানটি আসছে রোজার ঈদে শ্রোতা-দর্শকদের কাছে তুলে দিতে। আশা করছি ভাল লাগবে সবার।