গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার আগে গ্রেপ্তার তামিম চৌধুরী আন্তর্জাতিক জঙ্গি আইএসের অনুমতি নিয়েছিলেন কিনা- সে বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ডিএমপি সদর দপ্তরে একটি অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এ কথা বলেন।
তিনি বলেন, বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে আইএস এর অনুমোদন নিয়ে যে বিষয়টি বলা হয়েছে। তা নিয়ে আমরা তদন্ত করছি। তবে আমাদের গোয়েন্দাদের কাছে এমন কোনো তথ্য নেই।
গুলশানের হলি আর্টিজান হামলার পর থেকে পুলিশের সক্ষমতা অনেকাংশে বেড়েছে। পুলিশ এখন যেকোনো ধরনের হামলা মোকাবিলায় সক্ষম। এক প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার বলেন, জঙ্গি সংগঠন নব্য জেএমবির নেতা মারজান, বাশার, রাজিবসহ বিভিন্ন সদস্য- যারা পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
নিরাপত্তা বাড়লেই দেশের বিনিয়োগ বাড়বে আর বিনিয়োগ বাড়লে দেশ এগিয়ে যাবে। দেশে টেন্ডারবাজি চাঁদাবাজি হলে দেশের বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। আর বিনিয়োগে যাতে কোনো বাধাগ্রস্ত না হয় সে জন্য পুলিশ কাজ করছে। দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, পুলিশকে জনবান্ধব ও নারীবান্ধব করে গড়ে তোলার বিষয়ে আমরা কাজ করছি।