ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আমি পলিটিক্সে কিছু না, তবে খেলাধুলার যেকোনো অনুষ্ঠানে থাকবো, বললেন তামিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ২১ বার

‎বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান জানিয়েছেন, আসন্ন বিপিএলে তাকে ব্যাট হাতে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে খেলাধুলা-সংক্রান্ত যেকোনো কর্মসূচিতে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তামিম বলেন, আমি পলিটিক্সে কিছু না। তবে খেলাধুলা বিষয়ক যেকোনো অনুষ্ঠানে আমি থাকবো।

‎শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে বগুড়া শহরের এরুলিয়া বালুর মাঠে ‘বিএফএ ফুটবল টুর্নামেন্ট–২০২৫’ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উক্ত ফাইনাল খেলায় বিদ্যুৎ বয়েজ ক্লাব ১–০ গোলে তরুণ যুব সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

‎ফুটবল প্রসঙ্গে তামিম বলেন, আগে অনেক ফুটবল খেলা হতো, এখন তা অনেক কমে গেছে। নিয়মিত খেলাধুলা হওয়া দরকার। এতে শিশু-কিশোররা উপকৃত হবে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিম ইকবাল । বগুড়া ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাক্তন ক্রীড়াবিদ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

‎তিনি বলেন, একসময় আমরাও ফুটবল খেলতাম। ক্রিকেটের মতো ফুটবলও যেন এগিয়ে যায়, সেটিই আমাদের প্রত্যাশা। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।

‎তামিম ইকবাল বলেন, ‘বগুড়ায় ক্রিকেট একাডেমি হলে মুশফিক রহিম, তাওহিদ হৃদয়ের মত খেলোয়াড়রা বাংলাদেশ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে পারে। আমি বগুড়ায় অনেকবার এসেছি। আমার খুব প্রিয় বগুড়ার ক্রিকেট মাঠে আমি খেলেছি। বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট বগুড়ায় আছে। আশা করবো ভবিষ্যতে এখানে আন্তর্জাতিক ক্রিকেট আগের মতো আবারও ফিরবে।’

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। সভাপতিত্ব করেন বগুড়া ফুটবল একাডেমির সভাপতি শহিদুল ইসলাম শহিদ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বিএনপি মিডিয়া সেলের বিভাগীয় সমন্বয়কারী ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদসহ স্থানীয় ক্রীড়াবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আমি পলিটিক্সে কিছু না, তবে খেলাধুলার যেকোনো অনুষ্ঠানে থাকবো, বললেন তামিম

আপডেট টাইম : ১০:৪৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

‎বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান জানিয়েছেন, আসন্ন বিপিএলে তাকে ব্যাট হাতে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে খেলাধুলা-সংক্রান্ত যেকোনো কর্মসূচিতে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তামিম বলেন, আমি পলিটিক্সে কিছু না। তবে খেলাধুলা বিষয়ক যেকোনো অনুষ্ঠানে আমি থাকবো।

‎শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে বগুড়া শহরের এরুলিয়া বালুর মাঠে ‘বিএফএ ফুটবল টুর্নামেন্ট–২০২৫’ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উক্ত ফাইনাল খেলায় বিদ্যুৎ বয়েজ ক্লাব ১–০ গোলে তরুণ যুব সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

‎ফুটবল প্রসঙ্গে তামিম বলেন, আগে অনেক ফুটবল খেলা হতো, এখন তা অনেক কমে গেছে। নিয়মিত খেলাধুলা হওয়া দরকার। এতে শিশু-কিশোররা উপকৃত হবে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিম ইকবাল । বগুড়া ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাক্তন ক্রীড়াবিদ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

‎তিনি বলেন, একসময় আমরাও ফুটবল খেলতাম। ক্রিকেটের মতো ফুটবলও যেন এগিয়ে যায়, সেটিই আমাদের প্রত্যাশা। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।

‎তামিম ইকবাল বলেন, ‘বগুড়ায় ক্রিকেট একাডেমি হলে মুশফিক রহিম, তাওহিদ হৃদয়ের মত খেলোয়াড়রা বাংলাদেশ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে পারে। আমি বগুড়ায় অনেকবার এসেছি। আমার খুব প্রিয় বগুড়ার ক্রিকেট মাঠে আমি খেলেছি। বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট বগুড়ায় আছে। আশা করবো ভবিষ্যতে এখানে আন্তর্জাতিক ক্রিকেট আগের মতো আবারও ফিরবে।’

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। সভাপতিত্ব করেন বগুড়া ফুটবল একাডেমির সভাপতি শহিদুল ইসলাম শহিদ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বিএনপি মিডিয়া সেলের বিভাগীয় সমন্বয়কারী ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদসহ স্থানীয় ক্রীড়াবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।