শুক্রবার গড়াল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে টাইগারদের তিন ম্যাচের সিরিজে শেষটির সবকিছু। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
১৮.৩৪
লিটনকে ফেরালেন পিয়েরে
অষ্টম ওভারের তৃতীয় বলে ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। খ্যারি পিয়েরে বলে ডিপ মিডউইকেটে মোতির হাতে ক্যাচ দিয়েছেন লিটন। ৯ বলে ৬ রান করেন বাংলাদেশ অধিনায়ক।
১৮.২৯
পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ- ৪০/১
তানজিদ ২৬ রানে এবং লিটন ৫ রানে ব্যাট করছেন।
১৮.২৩
রিভিউ নিয়ে বাঁচলেন তানজিদ
পঞ্চম ওভারের তৃতীয় বলে হোল্ডারের ডেলিভারিতে পরাস্ত হন তানজিদ। ক্যারিবীয়দের আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন তানজিদ। পরে দেখা যায় বলের ইমপ্যাক্ট ছিল লেগস্টাম্পের বাইরে। ১৮ রানে দ্বিতীয়বার জীবন পেলেন তানজিদ।
১৮.১৫
ইমনকে ফেরালেন চেজ
চতুর্থ ওভারের প্রথম বলে উদ্বোধনী জুটি ভাঙলেন রোস্টন চেজ। শর্ট থার্ডে গুডাকেশ মোতির ক্যাচ বানিয়ে ফেরালেন পারভেজ হোসেন ইমনকে। ১০ বলে ৯ রান করেন বাংলাদেশ ওপেনার।
১৮.১৩
তানজিদের ক্যাচ ছাড়লেন হোল্ডার
২.৪ ওভারে শেফার্ডের বলে মিড-অফে ক্যাচ দেন তানজিদ। কিছুটা নিচু হওয়াতে বল তালুবন্দি করতে ব্যর্থ হন জেসন হোল্ডার। ১২ রানে জীবন পেলেন টাইগার ওপেনার।
১৮.০৩
প্রথম বলেই রিভিউ নষ্ট করল ওয়েস্ট ইন্ডিজ
জেসন হোল্ডারের প্রথম বলে পরাস্ত হন তানজিদ তামিম। ক্যারিবীয়দের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নেয় সফরকারী দল। দেখা যায় বলের ইম্প্যাক্ট ছিল লেগস্টাম্পের বাইরে। রিভিউ নষ্ট করে উইন্ডিজ।
১৭.৩৮
ওয়েস্ট ইন্ডিজ একাদশে তিন পরিবর্তন, ভারপ্রাপ্ত অধিনায়ক রোস্টন চেজ
নিয়মিত অধিনায়ক সাই হোপ তৃতীয় টি-টুয়েন্টিতে খেলছেন না। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন রোস্টন চেজ। হোপের পাশাপাশি খেলছেন না শেরফান রাদারফোর্ড ও জাডেন সিলেস। সুযোগ পেয়েছেন আমির জাঙ্গো, আকিম অগাস্তে ও গুডাকেশ মোতি।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: আলিক আথানাজে, ব্রেন্ডন কিং, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, আকিল হোসেইন, খ্যারি পিয়েরে, রোমারিও শেফার্ড, রোস্টন চেজ (অধিনায়ক), আমির জাঙ্গো, আকিম অগাস্তে ও গুডাকেশ মোতি।
১৭.৩৫
বাংলাদেশের একাদশে চার পরিবর্তন
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে চার পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। ফিরেছেন শেখ মেহেদী, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম। বাদ পড়েছেন তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলি অনিক, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।
১৭.৩২
টসে জিতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
Reporter Name 

























