২০২৪ সালের শেষ দিকে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হার। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০তে হোয়াইটওয়াশ। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে পরাজয়ের পর আরও একটি সিরিজে হার দেখল বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারের পর দ্বিতীয় ম্যাচে আফগাদের ১৯০ রানে আটকে দেয় টাইগার বোলাররা। তবে ব্যাটিং ব্যর্থতায় আফগান চ্যালেঞ্জ টপকাতে পারেনি বাংলাদেশ। ৮১ রানে বাংলাদেশকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে আফগানিস্তান। ৪৪.৫ ওভারে ১৯০ রানে থামে তারা। জবাবে নেমে ২৮.৩ ওভারে ১০৯ রানে গুটিয়ে যায় মেহেদী হাসান মিরাজের দল।
রানতাড়ায় নেমে আফগান বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ ব্যাটাররা। চার ব্যাটারই কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। সর্বোচ্চ ২৪ রান করেছেন তাওহীদ হৃদয়। এছাড়া সাইফ হাসান ২২, জাকের আলি ১৮ এবং নুরুল হাসান ১৫ রান করেন।
আফগান স্পিনার রশিদ খান ৫ উইকেট নেন। আজমতউল্লাহ ওমরজাই ৩ উইকেট নেন।
এর আগে ব্যাটে নেমে ১৮ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ফিরে যান ১১ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। একপ্রান্ত আগলে রাখেন ইব্রাহিম জাদরান। দলীয় ১৮৮ রানে ফিরে যান তিনি। ৩ চার ও ১ ছক্কায় ১৪০ বলে ৯৫ রান করেন জাদরান।
বাকিদের মধ্যে গজনাফর ও নবি ২২ রান করে করেন। নাঙ্গেয়ালিয়া খারোতে ১৩ এবং গুরবাজ ১১ রান করেন। চোট পাওয়া রহমত শাহ নবম উইকেট হারানোর পর নামলেও পরে আর ব্যাট করতে পারেননি। পরে হুইল চেয়ারে করে মাঠ ছাড়েন। ১২ বলে ৯ রানে রিটায়ার্ড হার্ট হন তিনি।
Reporter Name 

























