‘সবকিছুর’ পরও হিলারিই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন বলে মনে করেন উইকিলিকসের অন্যতম প্রতিষ্ঠাতা ও সম্পাদক জুলিয়ান অ্যাসাঞ্জ।
হিলারির ইমেইল ফাঁস করে মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট শিবির নাড়িয়ে দিয়েছে দিয়েছে উইকিলিকস। তবে এ ঘটনা হিলারির প্রেসিডেন্ট হওয়ার পথে বাধা হবে না বলেই মনে করেন দুনিয়া কাঁপানো এ সাংবাদিক।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটির সঙ্গে এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন অ্যাসাঞ্জ। সাক্ষাৎকার নিয়েছেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক জন পিলজার।
অভিযোগ উঠেছে, হিলারির অবস্থান নড়বড়ে করে দিতেই রাশিয়ার নির্দেশেই কাজ করেছে উইকিলিকস। সাক্ষাৎকারে সে অভিযোগ অস্বীকার করে অ্যাসাঞ্জ বলেছেন, এর সঙ্গে রাশিয়ার কোনো সম্পর্ক নেই।
মার্কিন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, আমি মনে করি ট্রাম্পকে জিততে দেয়া হবে না। কারণ মার্কিন এস্টাবলিশমেন্টের কোনও অংশই তার সঙ্গে নেই।
হিলারির জয়ের বিষয়ে তিনি বলেন, ব্যাংক, গোয়েন্দা সংস্থা, অস্ত্র ব্যবসায়ী সবাই হিলারির পাশে আছে। এমনকি প্রভাবশালী গণমাধ্যমগুলোর মালিক-সাংবাদিকরাও তার পক্ষে কাজ করছে।