রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ভুয়া কাগজ দেখিয়ে ঋণ নেওয়া ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
মঙ্গলবার সকালে মতিঝিল থানায় একটি মামলার পর দুপুরে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম জনতা ব্যাংক ভবন কর্পোরেট শাখা থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে ৮৫ কোটি টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
উল্লেখ্য, জেসমিন ইসলাম হলমার্ক গ্রুপের অন্যান্য মামলায় শর্ত সাপেক্ষে জামিনে ছিলেন।