জেলায় ৭ খুনের ঘটনায় দায়েরকৃত দু’টি মামলায় আরো ১৯ আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে আনীত অভিযোগ পড়ে শুনিয়েছে আদালত। পরে আদালত আগামী ২১ নভেম্বর যুক্তিতর্কের তারিখ ধার্য্য করেন।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের পক্ষে পাবলিক প্রসিকিউটর এডভোকেট ওয়াজেদ আলী খোকন আসামিদের উপস্থিতিতে অভিযোগ পড়ে শুনিয়েছেন।
পাবলিক প্রসিকিউর এডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, ফৌজদারী কার্যবিধির ৩৪২ ধারায় আদালত ১৯ আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে পাওয়া অভিযোগ পড়ে শোনানো হয়েছে। সে সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। এদের মধ্যে ৫ আসামি আদালতে লিখিত বক্তব্য দিয়েছে। এর আগে গত ২৪ অক্টোবর নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৪ জনের অভিযোগ পড়ে শোনা হয়েছিল। তারা নিজেদের নিদোর্ষ দাবি করেছে।
উল্লেখ্য, গত ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণের তিনদিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।