ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গ্রীষ্মকালীন, পবিত্র রমজান, জুমাতুল বিদা ও ঈদের ছুটি আগামী রবিবার থেকে। ছুটি শেষে আগামী ২ আগস্ট থেকে যথারীতি ক্লাস চলবে বিশ্ববিদ্যালয়ে।
তবে অফিসসমুহ বন্ধ থাকবে ১৫ থেকে ২৯ জুলাই পর্যন্ত। গ্রীষ্মকালীন ছুটি ১ জুন শুরু হওয়ার কথা থাকলেও এর আগে এক সিন্ডিকেট সভায় ঈদের ছুটির সঙ্গে সম্মিলিতভাবে এ ছুটির ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।