রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পরেছে। মাছটির ওজন ৫০ কেজি। আজ শনিবার দুপুরে জেলার দৌলতদিয়া ইউনিয়নের কলা বাগান এলাকায় পদ্মা নদী থেকে জেলে সিদ্দিক হলদারের জালে মাছটি ধরা পড়ে।
পরবর্তীতে মাছটিকে স্থানীয় আড়ৎদার রেজাউল মন্ডলের আড়তে নিয়ে গেলে এক নজর দেখতে ভীড় করে স্থানীয়রা। শোরগোল আর মোবাইলে ভিডিও ধারনে ব্যস্ত হয়ে পরে দর্শনার্থীরা।
আড়ৎদার রেজাউল মন্ডল বলেন, ‘মাছটিকে আড়তে নিয়ে আসার পর সেখানে বসে উন্মুক্ত নিলাম। সকল মাছ ব্যবসায়ী ও আড়ৎদারদের অংশ গ্রহণে এক হাজার ৫৫০ টাকা কেজি দরে মোট ৭৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী চাঁন্দু মোল্লা।’
মাছ ব্যবসায়ী আড়ৎদার চাঁন্দু মোল্লা বলেন, ‘পদ্মা নদীতে এখন মাঝে মধ্যেই এমন বড় মাছ ধরা পড়ছে। তবে দু-এক বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় মাছ ধরা পড়েছে। এ ধরনের মাছের চাহিদা থাকে বেশি। মাছটিকে ৭৭ হাজার ৫০০ টাকায় কিনে নেওয়ার পর অনলাইনে বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘মাছটিকে আপাতত দৌলতদিয়া ফেরি ঘাটে পল্টুনের সাথে বেধে রাখা হয়েছে। কেজিপ্রতি ১০০ টাকা লাভ পেলেই মাছটিকে বিক্রি করা হবে।’