ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশন ফের বসছে আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ১৪ বার

দুদিন বিরতি দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হচ্ছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। আগের আলোচনার সমাপ্তি টানতেই আজকের এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

দ্বিতীয় পর্যায়ের ষষ্ঠ দিনের আলোচ্যসূচিতে রয়েছে রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ (উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি), জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং নারী প্রতিনিধিত্ব।

জানা গেছে, শর্তসাপেক্ষে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনে একমত হলেও রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, দ্বিকক্ষ সংসদসহ গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য হতে পারেনি দলগুলো।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের অক্টোবরে ছয়টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনগুলো ২০২৫ সালে ফেব্রুয়ারিতে তাদের সুপারিশ সংবলিত প্রতিবেদন সরকারের কাছে পেশ করে। পরে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে সরকার।

বিভিন্ন সংস্কার সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে ঐকমত্যে পৌঁছানো ও ‘জাতীয় সনদ’ প্রণয়ন করা এ ঐকমত্য কমিশনের লক্ষ্য। ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে কমিশনের ৪৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়। আলোচনার সুবিধার্থে কয়েকটি দলের সঙ্গে একাধিক দিনও বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপের চলমান সংলাপে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশন ফের বসছে আজ

আপডেট টাইম : ১১:১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

দুদিন বিরতি দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হচ্ছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। আগের আলোচনার সমাপ্তি টানতেই আজকের এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

দ্বিতীয় পর্যায়ের ষষ্ঠ দিনের আলোচ্যসূচিতে রয়েছে রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ (উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি), জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং নারী প্রতিনিধিত্ব।

জানা গেছে, শর্তসাপেক্ষে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনে একমত হলেও রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, দ্বিকক্ষ সংসদসহ গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য হতে পারেনি দলগুলো।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের অক্টোবরে ছয়টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনগুলো ২০২৫ সালে ফেব্রুয়ারিতে তাদের সুপারিশ সংবলিত প্রতিবেদন সরকারের কাছে পেশ করে। পরে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে সরকার।

বিভিন্ন সংস্কার সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে ঐকমত্যে পৌঁছানো ও ‘জাতীয় সনদ’ প্রণয়ন করা এ ঐকমত্য কমিশনের লক্ষ্য। ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে কমিশনের ৪৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়। আলোচনার সুবিধার্থে কয়েকটি দলের সঙ্গে একাধিক দিনও বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপের চলমান সংলাপে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়।