বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সংযুক্ত পরিষদের প্রচার সম্পাদক মো. মোফাচ্ছেল হোসেন এবং সঞ্চালনা করেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হাই ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
আশিকুল হক শহীদ, সহ-সভাপতি
আবুল হাসনাত সুহেল , সংগঠনিক সম্পাদক
ওবায়দুর রহমান রবি, যুগ্ম সাধারণ সম্পাদক
সোহেল মাদবর, রাশেদ সোহেল, মজিবর রহমান,কামরুজ্জামান,জাকারিয় প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত সমস্যা, সুযোগ-সুবিধা, দাপ্তরিক পরিবেশ এবং প্রশাসনিক স্বীকৃতির বিষয়ে গুরুত্বারোপ করেন। অংশগ্রহণকারীরা সংযুক্ত পরিষদের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের মতবিনিময়ের ওপর জোর দেন।