সাংবাদিক মাইকেল জি অন্টনিও ২০১৪ সালে ডোনাল্ড ট্রাম্পের কিছু ইন্টারভিউ নিয়েছিলেন। সেখান থেকেই তিনি ট্রাম্প সম্পর্কিত অজানা কিছু তথ্য প্রকাশ করেছেন।
ট্রাম্পের পছন্দ এবং অপছন্দগুলো বিশ্লেষণ করে অন্টনিও বিষয়গুলো তুলে ধরেছেন সেগুলো উল্লেখ করা হল।
ট্রাম্প নিজের অতীত নিয়ে কথা বলতে চাননা
সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন কেন আপনি শুধু বর্তমান নিয়েই কথা বলেন, এর জবাবে ট্রাম্প বলেন, আমি অতীতে বসবাস করিনা।
আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি আর অতীতের ভুল থেকে শিক্ষা নেই। নিজেকে বিশ্লেষণ করতে চাইনা।
লড়াই করতে পছন্দ করেন
আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমি এক সময় বিদ্রোহী ধরণের মানুষ ছিলাম। সব কিছু আমার পছন্দ মতোই করতে চাইতাম। লড়াই করতে আমি ভালবাসি। শারীরিক শক্তির লড়াইও ভালবাসতাম।
ব্যর্থতা মানতে অনিচ্ছুক
ট্রাম্প এ যাবৎ পর্যন্ত অনেকবার দেউলিয়া হয়েছেন। কিন্তু তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন, আমি কখনওই ব্যর্থ হইনি। কারণ আমি আমার ব্যর্থতাকে সফলতায় রূপান্তরিত করেছি।
ছাপা অক্ষরে নিজের নাম দেখতে পছন্দ করেন
ট্রাম্প জানিয়েছেন, প্রথমবার বেসবল খেলোয়াড় হিসেবে পেপারে নিজের নাম দেখেছিলাম। সেদিন খুব গর্ব হয়েছিল। অনেকেই ছাপা অক্ষরে পেপারে নিজের নাম দেখার সুযোগ পান না।
এখন পেপারে আমার নাম হাজার বার ছাপা হয়। সেসব দেখার জন্য আমার অফিসে আলাদা একদল কর্মী আছে।
একজন রাজনীতিবিদই ভালো বিক্রয় কর্মী হতে পারেন
ট্রাম্পের মতে, ভালো রাজনীতিবিদ হতে গেলে প্রথমে ভালো একজন বিক্রয় কর্মী হতে হবে।
আমি এমন অনেক রাজনীতিবিদকে চিনি, যাদেরকে টিভিতে আমার বিরুদ্ধে কথা বলতে দেখা যায়। অবিশ্বাস্য হলেও তাদের অনেকেই আমার বন্ধু। যেটা চলবে সেটাই বিক্রি করতে হবে। রাজনীতিবিদদের কাজটাই এমন।
তার সততাই তার বিপত্তির কারণ
আমি খুব স্মার্ট একজন মানুষ। আমি সৎ বলেই সব সময় সত্যি কথা বলি আর সেসব কথা বিতর্ক সৃষ্টি করে। মিথ্যা বললে কেউ কিছু লেখার মতো বা বলা মতো বিষয়বস্তু খুঁজে পেতো না।
ট্রাম্প বলেছেন, অনেককেই দেখবেন অনায়াসেই তারা গলফ বল গর্তে ফেলতে পারে। আমিও তাদের একজন। গর্তে বল ফেলায় আমি দক্ষ।
কাউকে ভালো স্কি করতে দেখলে সহ্য করতে পারেন না
তার সাবেক স্ত্রী ইভানার কাছ থেকে জানা যায়, ট্রাম্পের স্কি ভীতি আছে। ট্রাম্প আর তিনি একবার স্কি করতে গিয়েছিলেন। ইভানা দক্ষতার সঙ্গে বরফের ওপরে স্কি করছিলেন দেখে, ট্রাম্প অনেক রেগে যান। রাগের চোটে নিজের স্কি বুট খুলে তিনি হোটেলে চলে যান।