ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জে গ্রাম পুলিশের ঘর থেকে ২০ বস্তা ভিজিএফ চাল উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ১০ বার

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে গ্রাম পুলিশ স্বপন সাহার বসতঘর থেকে ২০ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার করেছে স্থানীয় জনতা।

বুধবার (১৮ জুন) সকালে ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে অবস্থিত স্বপন সাহার নিজ ঘরে গোপনে মজুত করা এসব চাল উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে গ্রাম পুলিশ স্বপন সাহা এলাকার কিছু লোকের কাছে সরকারি চাল বিক্রি করে আসছিলেন। সকালে একজন ব্যক্তিকে তার বাড়ি থেকে চাল নিয়ে বের হতে দেখলে সন্দেহ হয়। পরে স্থানীয়রা ঘরে ঢুকে ৫০ কেজির ৯ বস্তা, ৩০ কেজির ৫ বস্তা এবং ১২টি খালি বস্তা দেখতে পান। এছাড়া স্বপন সাহা স্বীকার করেন যে, এর আগে তিনি আরও ৬ বস্তা চাল বিক্রি করেছেন।

খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জাবেদ হোসেন ঘটনাস্থলে ছুটে যান। তিনি চালগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

এ বিষয়ে অভিযুক্ত স্বপন সাহা দাবি করেন, “চালগুলো ভিজিএফ (VGF) এর। আমি এগুলো কিনে রেখেছি। কিছু চাল আমার নিজের কার্ডের বরাদ্দ থেকেও পেয়েছি।”

বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর বয়ান মুজিব বলেন, “ঈদুল আজহা উপলক্ষ্যে ইউনিয়নে ২ হাজার ১২৮টি ভিজিএফ কার্ড বরাদ্দ আসে। এর মধ্যে ১৬৮টি কার্ডে ১৫০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এই চাল বিতরণের দায়িত্ব ইউনিয়ন সচিব, রশিদ মেম্বার ও গ্রাম পুলিশ স্বপনের উপর ছিল। এখন শুনছি, এসব চাল তার বাড়ি থেকে পাওয়া গেছে- যা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।”

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, অভিযুক্ত স্বপন সাহাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন জানান, চালগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে একটি তদন্ত কমিটি গঠন করে দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত গ্রাম পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

হাজীগঞ্জে গ্রাম পুলিশের ঘর থেকে ২০ বস্তা ভিজিএফ চাল উদ্ধার

আপডেট টাইম : ০৭:২২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে গ্রাম পুলিশ স্বপন সাহার বসতঘর থেকে ২০ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার করেছে স্থানীয় জনতা।

বুধবার (১৮ জুন) সকালে ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে অবস্থিত স্বপন সাহার নিজ ঘরে গোপনে মজুত করা এসব চাল উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে গ্রাম পুলিশ স্বপন সাহা এলাকার কিছু লোকের কাছে সরকারি চাল বিক্রি করে আসছিলেন। সকালে একজন ব্যক্তিকে তার বাড়ি থেকে চাল নিয়ে বের হতে দেখলে সন্দেহ হয়। পরে স্থানীয়রা ঘরে ঢুকে ৫০ কেজির ৯ বস্তা, ৩০ কেজির ৫ বস্তা এবং ১২টি খালি বস্তা দেখতে পান। এছাড়া স্বপন সাহা স্বীকার করেন যে, এর আগে তিনি আরও ৬ বস্তা চাল বিক্রি করেছেন।

খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জাবেদ হোসেন ঘটনাস্থলে ছুটে যান। তিনি চালগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

এ বিষয়ে অভিযুক্ত স্বপন সাহা দাবি করেন, “চালগুলো ভিজিএফ (VGF) এর। আমি এগুলো কিনে রেখেছি। কিছু চাল আমার নিজের কার্ডের বরাদ্দ থেকেও পেয়েছি।”

বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর বয়ান মুজিব বলেন, “ঈদুল আজহা উপলক্ষ্যে ইউনিয়নে ২ হাজার ১২৮টি ভিজিএফ কার্ড বরাদ্দ আসে। এর মধ্যে ১৬৮টি কার্ডে ১৫০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এই চাল বিতরণের দায়িত্ব ইউনিয়ন সচিব, রশিদ মেম্বার ও গ্রাম পুলিশ স্বপনের উপর ছিল। এখন শুনছি, এসব চাল তার বাড়ি থেকে পাওয়া গেছে- যা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।”

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, অভিযুক্ত স্বপন সাহাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন জানান, চালগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে একটি তদন্ত কমিটি গঠন করে দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত গ্রাম পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।