ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

১৭তম শিক্ষক নিবন্ধনধারী মিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, সচিবালয়ে ৫ সদস্যের প্রতিনিধিদল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ১৪ বার

শিক্ষা সচিবের সঙ্গে সাক্ষাতের জন্য সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। আজ রবিবার দুপুরে পুলিশের মধ্যস্থতায় তারা ভেতরে যান।

এর আগে আজ দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে সচিবালয়ের দিকে বিক্ষোভ মিছিল শুরু করলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘ওনাদের মধ্যে আমরা পাঁচজনকে সচিবালয় পাঠিয়েছি, যেন তারা সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে কথা বলে বিষয়গুলো আপডেট নিয়ে আসে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি। আন্দোলনকারীরা প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। কিন্তু হঠাৎ তারা সচিবালয়ের দিকে রওনা হলে আমরা বাধা দিই এবং পরিস্থিতি সমাধানে আলোচনার পথ খুলি। তখন পাঁচজনকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়।’

আন্দোলনকারীদের ভাষ্যমতে, প্রতিনিধিদলের সদস্যরা এনটিআরসিএ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে চান। তারা ১৭তম ব্যাচের সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।

আন্দোলনকারীদের দাবিগুলো হলো:

১. ১৭তম ব্যাচের নিবন্ধিত প্রার্থীদের জন্য আপিল বিভাগের রায় অনুসারে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে অন্তত একবার আবেদন করার সুযোগ দিতে হবে।

২. ১৭তম ব্যাচের বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত রাখতে হবে।

৩. আইন ও বিচার মন্ত্রণালয় এবং এনটিআরসিএ’র সুপারিশ অনুযায়ী দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

১৭তম শিক্ষক নিবন্ধনধারী মিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, সচিবালয়ে ৫ সদস্যের প্রতিনিধিদল

আপডেট টাইম : ০৭:০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

শিক্ষা সচিবের সঙ্গে সাক্ষাতের জন্য সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। আজ রবিবার দুপুরে পুলিশের মধ্যস্থতায় তারা ভেতরে যান।

এর আগে আজ দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে সচিবালয়ের দিকে বিক্ষোভ মিছিল শুরু করলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘ওনাদের মধ্যে আমরা পাঁচজনকে সচিবালয় পাঠিয়েছি, যেন তারা সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে কথা বলে বিষয়গুলো আপডেট নিয়ে আসে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি। আন্দোলনকারীরা প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। কিন্তু হঠাৎ তারা সচিবালয়ের দিকে রওনা হলে আমরা বাধা দিই এবং পরিস্থিতি সমাধানে আলোচনার পথ খুলি। তখন পাঁচজনকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়।’

আন্দোলনকারীদের ভাষ্যমতে, প্রতিনিধিদলের সদস্যরা এনটিআরসিএ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে চান। তারা ১৭তম ব্যাচের সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।

আন্দোলনকারীদের দাবিগুলো হলো:

১. ১৭তম ব্যাচের নিবন্ধিত প্রার্থীদের জন্য আপিল বিভাগের রায় অনুসারে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে অন্তত একবার আবেদন করার সুযোগ দিতে হবে।

২. ১৭তম ব্যাচের বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত রাখতে হবে।

৩. আইন ও বিচার মন্ত্রণালয় এবং এনটিআরসিএ’র সুপারিশ অনুযায়ী দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।