ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দশ দিনের ছুটি শেষে আজ খুলছে সরকারি অফিস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ১৪ বার

ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১০ দিনের ছুটি শেষে রোববার খুলছে সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ঈদের ছুটি উপলক্ষ্যে ৪ জুন ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। দেশের সব গণমাধ্যমেও শেষ কর্মদিবস ছিল ওই দিন। ৫ জুন শুরু হয় সংবাদ কর্মীদের ৫ দিন আর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১০ দিনের ছুটি।

সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব গণমাধ্যমের ঈদের ছুটি শেষ হয় ৯ জুন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি শেষ হয়েছে ১৪ জুন। এর আগে ৬ মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে সরকারি অফিস ১১ ও ১২ জুন ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া ঈদের আগে দুই শনিবার অফিস চালু রাখারও সিদ্ধান্ত হয়। নির্বাহী আদেশে দুদিন ছুটির ফলে সবমিলিয়ে টানা ১০ দিনের ছুটি পান সরকারি চাকরিজীবীরা।

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে ৭ মে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একইসঙ্গে ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। সে অনুযায়ী দুই শনিবার অফিস খোলা ছিল।

এদিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত বিগত স্বৈরাচারের দোসর সচিব, অতিরিক্ত সচিবদের অপসারণ, চুক্তিভিত্তিক কর্মে নিয়োজিত বিতর্কিত কর্মকর্তাদের চুক্তি বাতিল, পদায়ন ও পদোন্নতি সংক্রান্ত উপদেষ্টা কমিটি এবং নিবর্তণমূলক কালো আইন বাতিলের দাবিতে আন্দোলনরত বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম ১৬ জুন থেকে আবার সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালন করবে। সংগঠনের কার্যকরি সভাপতি ও সাবেক সচিব মো. আব্দুল খালেক শনিবার যুগান্তরকে বলেন, আরও বৃহৎ আকারে অনেকের সম্পৃক্ততায় কর্মসূচি পালন করব। আমাদের ন্যায্য দাবি না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

সরকারি চাকরি (সংশোধিত) অধ্যাদেশ-২৫ বাতিলের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নূরুল ইসলাম যুগান্তরকে বলেন, আজ (রোববার) আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করব। বিকালে সংগঠনের দায়িত্বশীলরা বসে কর্মসূচি নির্ধারণ করব। কি পদক্ষেপ নেওয়া হবে তা গণমাধ্যমকে জানানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

দশ দিনের ছুটি শেষে আজ খুলছে সরকারি অফিস

আপডেট টাইম : ১০:৫৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১০ দিনের ছুটি শেষে রোববার খুলছে সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ঈদের ছুটি উপলক্ষ্যে ৪ জুন ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। দেশের সব গণমাধ্যমেও শেষ কর্মদিবস ছিল ওই দিন। ৫ জুন শুরু হয় সংবাদ কর্মীদের ৫ দিন আর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১০ দিনের ছুটি।

সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব গণমাধ্যমের ঈদের ছুটি শেষ হয় ৯ জুন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি শেষ হয়েছে ১৪ জুন। এর আগে ৬ মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে সরকারি অফিস ১১ ও ১২ জুন ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া ঈদের আগে দুই শনিবার অফিস চালু রাখারও সিদ্ধান্ত হয়। নির্বাহী আদেশে দুদিন ছুটির ফলে সবমিলিয়ে টানা ১০ দিনের ছুটি পান সরকারি চাকরিজীবীরা।

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে ৭ মে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একইসঙ্গে ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। সে অনুযায়ী দুই শনিবার অফিস খোলা ছিল।

এদিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত বিগত স্বৈরাচারের দোসর সচিব, অতিরিক্ত সচিবদের অপসারণ, চুক্তিভিত্তিক কর্মে নিয়োজিত বিতর্কিত কর্মকর্তাদের চুক্তি বাতিল, পদায়ন ও পদোন্নতি সংক্রান্ত উপদেষ্টা কমিটি এবং নিবর্তণমূলক কালো আইন বাতিলের দাবিতে আন্দোলনরত বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম ১৬ জুন থেকে আবার সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালন করবে। সংগঠনের কার্যকরি সভাপতি ও সাবেক সচিব মো. আব্দুল খালেক শনিবার যুগান্তরকে বলেন, আরও বৃহৎ আকারে অনেকের সম্পৃক্ততায় কর্মসূচি পালন করব। আমাদের ন্যায্য দাবি না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

সরকারি চাকরি (সংশোধিত) অধ্যাদেশ-২৫ বাতিলের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নূরুল ইসলাম যুগান্তরকে বলেন, আজ (রোববার) আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করব। বিকালে সংগঠনের দায়িত্বশীলরা বসে কর্মসূচি নির্ধারণ করব। কি পদক্ষেপ নেওয়া হবে তা গণমাধ্যমকে জানানো হবে।