বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যকার বৈঠক একান্তে অনুষ্ঠিত হবে। সেখানে তারা ২ জন ছাড়া আর কেউ থাকবে না বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লন্ডনে আগামী ১৩ জুন শুক্রবার (লন্ডন সময় সকাল ৯টা থেকে ১১টা) তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠক রাজনীতিতে এই মুহূর্তে প্রধান ইভেন্ট উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সময়ে এই বৈঠকের গুরুত্ব অনেক বেশি।
জাতীয় ও আন্তর্জাতিকভাবেও এই ইভেন্টের গুরুত্ব অনেক বেশি। তাদের সাক্ষাতের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।