দেশ থেকে হাজার কিলোমিটার দূরে হলেও ঈদের অনুভব মুছে যায় না। কিরগিজস্তানের রাজধানী বিসকেকে বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থীরা ৬ জুন সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেন।
ঈদের আগের দিন ধর্মপ্রাণ শিক্ষার্থীরা পালন করেন আরাফার রোজা। ঈদের সকালে বিসকেকের বিভিন্ন মসজিদে মুসলিমদের ঢল নামে। কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা শহরের ডেঞ্জিয়া পিং এভিনিউতে একত্র হয়ে ঈদের জামাতে অংশগ্রহণ করেন।
ঈদের আনন্দে ছিল কোরবানির আয়োজনও। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ডা. নাজমুল হাসান দুটি ছাগল কোরবানি করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মুসলিম শিক্ষার্থীদের জন্য আয়োজন করেন দুপুরের খাবার।
মেডিসিন বিভাগের শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে কোরবানি দিয়ে আয়োজন করেন নৈশভোজ। এতে অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী ও ফ্যাকাল্টির শিক্ষকরা।
দেশের মাটিতে না থাকলেও ঐক্যবদ্ধভাবে উদযাপিত এই ঈদ যেন ফিরিয়ে আনে পারিবারিক ভালোবাসার উষ্ণ অনুভব।