ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন, দেশবাসীকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা: ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • ৯ বার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন এবং দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৭ জুন) রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, “আজকের দিনটি আমাদের জন্য আনন্দের মুহূর্ত। আমাদের নেত্রী, যাঁর নেতৃত্বে বিএনপি গঠনমূলক রাজনীতি করেছে এবং অনেক সফলতা অর্জন করেছে, তাঁর সঙ্গে দেখা করে আমরা নতুনভাবে অনুপ্রাণিত হয়েছি। তিনি সবসময় গণতন্ত্রের প্রতি তাঁর অবিচল আস্থা ও বিশ্বাস প্রকাশ করেন।”

তিনি আরও বলেন, “বেগম জিয়া আগের তুলনায় ভালো আছেন। দেশবাসী, সাংবাদিক ও সকল শুভাকাঙ্ক্ষীদের ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি দেশ ও জাতির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।”

এর আগে রাত সাড়ে ৮টার দিকে বিএনপির মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা ফিরোজায় যান। এ সময় উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এজেডএম জাহিদ হোসেন।

পরবর্তীতে দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু এবং চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হালিম, আফরোজা খানম রিতা প্রমুখ ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন, দেশবাসীকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা: ফখরুল

আপডেট টাইম : ১০:৫৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন এবং দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৭ জুন) রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, “আজকের দিনটি আমাদের জন্য আনন্দের মুহূর্ত। আমাদের নেত্রী, যাঁর নেতৃত্বে বিএনপি গঠনমূলক রাজনীতি করেছে এবং অনেক সফলতা অর্জন করেছে, তাঁর সঙ্গে দেখা করে আমরা নতুনভাবে অনুপ্রাণিত হয়েছি। তিনি সবসময় গণতন্ত্রের প্রতি তাঁর অবিচল আস্থা ও বিশ্বাস প্রকাশ করেন।”

তিনি আরও বলেন, “বেগম জিয়া আগের তুলনায় ভালো আছেন। দেশবাসী, সাংবাদিক ও সকল শুভাকাঙ্ক্ষীদের ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি দেশ ও জাতির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।”

এর আগে রাত সাড়ে ৮টার দিকে বিএনপির মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা ফিরোজায় যান। এ সময় উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এজেডএম জাহিদ হোসেন।

পরবর্তীতে দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু এবং চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হালিম, আফরোজা খানম রিতা প্রমুখ ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।