ঈদের পবিত্র আদর্শ ধারণ করে একটি মানবিক, উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাই।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব খন্দকার ফেরদৌস আলম।
এক শুভেচ্ছা জানিয়ে নেতা বলেন, “ঈদুল আজহার আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে। এই ঈদ হোক ত্যাগের শিক্ষা, ভালোবাসা ও মানবিক মূল্যবোধের প্রতীক। ঈদ কেবল আনন্দের উৎসব নয়- এটি সাম্য, সহানুভূতি ও আত্মত্যাগের মহামিলন।”
এই পরিষদের নেতা আরও বলেন, “সামর্থ্যবানরা যদি গরিব-দুঃখীদের পাশে দাঁড়ান, তাহলেই ঈদের আনন্দ পূর্ণতা পায়। সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে সবারই এগিয়ে আসা উচিত। একে অন্যের পাশে দাঁড়ানোই এখন সময়ের দাবি।”
ফেরদৌস আলম আশাবাদ ব্যক্ত করে বলেন, “দেশের এই কঠিন সময়ে ঈদুল আজহার মহান শিক্ষা মানুষকে একত্রিত করবে এবং সৌহার্দ্য ও সহানুভূতির পরিবেশ গড়ে তুলবে।”
তিনি বলেন, “আমাদের ঐক্যই হোক ভবিষ্যতের শক্তি। আসুন, ঈদের পবিত্র আদর্শ ধারণ করে একটি মানবিক, উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে আমরা কর্মকর্তা কর্মচারীগণ সবাই একসঙ্গে এগিয়ে যাই।”
শুভেচ্ছান্তে,
খন্দকার ফেরদৌস আলম
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাংলাদেশ কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ।