ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

তিন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিলেন সচিবালয়ের আন্দোলনরত ঐক্য ফোরামের কর্মচারীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৩৮ বার

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে আজ রোববার (১ জুন)ও বাংলাদেশ সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা তিনজন উপদেষ্টার কাছে অধ্যাদেশ বাতিলের দাবিতে স্মারকলিপি পেশ করেন।

সকাল ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় বিক্ষোভ মিছিল শুরু হয়। প্রায় ৩০ মিনিট ধরে কর্মচারীরা নানা স্লোগানে কর্মসূচি চালিয়ে যান। মিছিলে সংশোধিত অধ্যাদেশটি বাতিলের দাবি জোরালোভাবে উত্থাপন করা হয়।

পরে তারা মিছিল নিয়ে প্রথমে খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারের কাছে স্মারকলিপি দেন। এরপর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে স্মারকলিপি প্রদান করেন।

পরবর্তীতে তারা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের দপ্তরে স্মারকলিপি দিতে গেলে তিনি সেখানে অনুপস্থিত ছিলেন। তবে দুপুরের দিকে তার কাছেও স্মারকলিপি হস্তান্তর করা হয়েছে বলে কর্মচারীরা জানিয়েছেন।

বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, “প্রধান উপদেষ্টা শনিবার (৩১ মে) দেশে ফিরেছেন। তার সঙ্গে ভূমি সচিবের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখান থেকে আজ (রোববার) কোনো ইতিবাচক ঘোষণা আসতে পারে বলে আশা করছি। তাই আজকের কর্মসূচি আমরা কিছুটা সীমিত রেখেছি, শুধুমাত্র স্মারকলিপি প্রদান পর্যন্ত।”

তিনি আরও বলেন, দাবি আদায় না হলে পরবর্তী কর্মসূচি আরও কঠোর হতে পারে।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিলেন সচিবালয়ের আন্দোলনরত ঐক্য ফোরামের কর্মচারীরা

আপডেট টাইম : ০৫:৫৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে আজ রোববার (১ জুন)ও বাংলাদেশ সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা তিনজন উপদেষ্টার কাছে অধ্যাদেশ বাতিলের দাবিতে স্মারকলিপি পেশ করেন।

সকাল ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় বিক্ষোভ মিছিল শুরু হয়। প্রায় ৩০ মিনিট ধরে কর্মচারীরা নানা স্লোগানে কর্মসূচি চালিয়ে যান। মিছিলে সংশোধিত অধ্যাদেশটি বাতিলের দাবি জোরালোভাবে উত্থাপন করা হয়।

পরে তারা মিছিল নিয়ে প্রথমে খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারের কাছে স্মারকলিপি দেন। এরপর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে স্মারকলিপি প্রদান করেন।

পরবর্তীতে তারা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের দপ্তরে স্মারকলিপি দিতে গেলে তিনি সেখানে অনুপস্থিত ছিলেন। তবে দুপুরের দিকে তার কাছেও স্মারকলিপি হস্তান্তর করা হয়েছে বলে কর্মচারীরা জানিয়েছেন।

বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, “প্রধান উপদেষ্টা শনিবার (৩১ মে) দেশে ফিরেছেন। তার সঙ্গে ভূমি সচিবের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখান থেকে আজ (রোববার) কোনো ইতিবাচক ঘোষণা আসতে পারে বলে আশা করছি। তাই আজকের কর্মসূচি আমরা কিছুটা সীমিত রেখেছি, শুধুমাত্র স্মারকলিপি প্রদান পর্যন্ত।”

তিনি আরও বলেন, দাবি আদায় না হলে পরবর্তী কর্মসূচি আরও কঠোর হতে পারে।