কালো আইন বাতিলের দাবিতে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে অচল সচিবালয়ের নেতাদের সাথে এবার আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের নেতৃত্বে সাতজন সচিবের সাথে বেলা দুইটা সচিবালয় সংযুক্ত কর্মচারী পরিষদের নেতাদের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম বলেন, আমাদের সাথে সরকার আলোচনা উদ্যোগের কথা স্বীকার করে বলেন বেলা দুইটায় মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বে সাতজন সচিব আলোচনায় অংশ নেবেন বলে জানিয়েছেন । তাদের একটি দাবি সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ বাতিল করা। সরকার এই মুহূর্তে বাতিল না করলে আন্দোলন অব্যাহত থাকবে।
চাকুরি বিধি সংশোধনের নতুন অধ্যাদেশ জারি নিয়ে গত ১৫ দিন ধরে বাংলাদেশ সচিবালয় সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী পরিষদ আন্দোলন করে আসছিল। কিন্তু আন্দোলনের মাঝেও সরকার কোন আলোচনা না করে রাতের বেলায় অধ্যাদেশ জারি করায় রোববার থেকে কর্মচারীরা সর্বাত্মক আন্দোলনে যোগ দেয়। মঙ্গলবার (২৭ মে) থেকে দেশজুড়ে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় মিছিল সমাবেশ স্মারকলিপি প্রদান করে।