ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে সচিবালয়ের ভিতরে সমাবেশ ও বিক্ষোভে উত্তাল। সব ফটক বন্ধ করে রুমে রুমে তালা দিয়ে কর্মচারীরা মিছিলে যাওয়ায় সচিবালয় কার্যত অচল হয়ে যায়। সকাল থেকে সচিবালয় ভিতরে বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, সোয়াট আমড পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। কর্মচারীরা সচিবালয়ের ভিতরে বিশাল শোডাউন করে সমাবেশ করে। তারা কালো আইন বাতিল না করা পর্যন্ত অফিস করবে না বলে ঘোষণা দিয়েছে।
চাকরি সংশোধন অধ্যাদেশ, ২০২৫ অনুমোদন দেওয়ার প্রতিবাদে চতুর্থ দিনের মত বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা কমর্চারী সংযুক্ত পরিষদের শান্তি পূর্ণ মৌন মিছিল কালো আইন মানি না,মানবো না কর্মসূচি ও মিছিল নেতৃত্ব দেন বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচার সংযুক্ত পরিষদের সভাপতি মো. নুরুল ইসলাম মহাসচিব, মো. মুজাহিদুল ইসলাম ও বাংলাদেশ সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।