সচিবালয়ের সংস্কারবিরোধী আমলাদের অপসারণ ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে গণসমাবেশ করার ঘোষণা দিয়েছে ‘জুলাই বিপ্লবী ছাত্র-জনতা’।
আগামী সোমবার সাড়ে ১১টায় রাজধানীর আব্দুল গণি রোডে (ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে) এ সমোবেশ অনুষ্ঠিত হবে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।
এ বিষয়ে এনসিপির নেতা আরিফ সোহেল বলেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য ফ্যাসিবাদ, ‘জালিম আমলাতন্ত্রের উৎখাত এবং জনগণপন্থী ও সেবাধর্মী নতুন সরকার যন্ত্র নির্মাণের’।
এনসিপির নেতা বলেন, আগামীকাল জুলাই-আগস্টের সকল বিপ্লবী ভাই-বোন, কমরেডদের আহ্বান, চূড়ান্ত লড়াই শুরু হতে যাচ্ছে! জুলাইয়ের আকাঙ্ক্ষায় ব্র্যান্ড নিউ বাংলাদেশ আমরা আনবই ইনশাআল্লাহ!