রাজিলকে রুখতে আর্জেন্টিনার হয়ে নামবেন মেসি

মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা, বিশ্বকাপের বাছাই পর্বের এ ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আগামী ১১ নভেম্বর ভোরে ব্রাজিলের বেলো হরিজন্তেতে। আরো কয়েক সপ্তাহ বাকি থাকতেই ম্যাচটির ঘিরে ফুটবল বিশ্বে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। নেইমারদের রুখতে আর্জেন্টিনার কোচ এডগার্ডো বাউজা দলে ফিরিয়ে এনেছেন লিওনেল মেসিকে।

ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ ছাড়াও চারদিন পর কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচেও আকাশি-সাদা জার্সি পড়ে মাঠে নামবেন ‘ভিনগ্রহের ফুটবলার’।

আর্জেন্টাইন রাজপুত্রকে ছাড়া বিশ্বকাপের শেষ তিনটি কোয়ালিফায়ারে জয় তুলতে পারেনি এডগার্ডোর দল৷ ফলে আসন্ন দু’টি কোয়ালিফায়ার আর্জেন্টিনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ বিশ্বকাপের লড়াইয়ে টিকে থাকতে হলে ব্রাজিল ও কলম্বিয়ার বিরুদ্ধে জয় পেতেই হবে আর্জেন্টিনাকে৷

গত সেপ্টেম্বরে উরুগুয়ের বিরুদ্ধে অবসর ভেঙে মাঠে নেমেছিলেন মেসি৷ মেসির একমাত্র গোলেই আর্জেন্টিনা ১-০ জয় পেয়েছিল৷ এরপর আর্জেন্তিনা পরের ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে ২-২ ড্র করে৷ কিন্তু কুঁচকির চোটের জন্য খেলতে পারেননি বার্সার রাজপুত্র৷ এরপরের দু’টি ম্যাচেও আর্জেন্টিনা মেসিকে ছাড়া হোঁচট খেয়েছে৷ পেরুর সঙ্গে ২-২ ড্র করেছে ও প্যারাগুয়ের কাছে ০-১ হারতে হয়েছে৷ ফলে জয়ের জন্য মরিয়া আর্জেন্টিনা৷

ব্রাজিল ও কলম্বিয়া ম্যাচে বাউজা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার মার্কো রোজোকে রাখেননি৷ এছাড়াও দলে চারটি পরিবর্তন এনেছেন আর্জেন্টাইন কোচ৷ ডিফেন্ডার মার্কোস আকিউনা ও জুলিও বুফারিনিকে নিয়েছেন৷

এদিকে দুঙ্গার বিদায়ের পর তিতের অধীনে খেলা ব্রাজিল চার ম্যাচের সবগুলো জিতেছে। নতুন কোচের হাত ধরে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ষষ্ঠ স্থান থেকে শীর্ষে উঠে এসেছে। তবে শিষ্যদের আর্জেন্টিনা ম্যাচ নিয়ে সতর্ক করে দিচ্ছেন নতুন এই কোচ।
আর্জেন্টিনাকে নিয়ে বাড়তি সতর্কতার কারণ হিসেবে তিতে মনে করিয়ে দিলেন সেই ১৯৯০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটির কথা। দিয়েগো মারাদোনার বাড়ানো বলে ক্লাওদিও কানিজিয়ার গোল ছিটকে দিয়েছিল ব্রাজিলকে।
ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন (রোমা), মুরালা (ফ্লামেঙ্গো), ওয়েভার্তন (আতলেতিকো পারানায়েনসে)।
ডিফেন্ডার: মিরান্দা (আতলেতিকো মাদ্রিদ), মারকুইনিয়োস (পিএসজি), চিয়াগো সিলভা (পিএসজি), জিল (শানদং লুয়েনং), দানিয়েল আলভেস (ইউভেন্তুস), ফাগনার (করিন্থিয়ান্স), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), ফেলিপে লুইস (আতলেতিকো মাদ্রিদ), রদ্রিগো কাইয়ো (সাও পাওলো)।
মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), রেনাতো আগুস্তো (বেইজিং গুয়ান), পাওলিনিয়ো (গুয়াঞ্জো এভারগ্রান্দে), উইলিয়ান (চেলসি), ফের্নান্দিনিয়ো (ম্যানচেস্টার সিটি), লুকাস লিমা (সান্তোস), জিলিয়ানো (জেনিত), ফিলিপে কৌতিনিয়ো (লিভারপুল)।
ফরোয়ার্ড: নেইমার (বার্সেলোনা), দগলাস কস্তা (বায়ার্ন মিউনিখ) ফিরমিনো (লিভারপুল), গাব্রিয়েল জেসুস (পালমেইরাস)।

আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: নাহুয়েল গুসমান (তিগ্রেস), সের্হিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), জেরোনিমো রুলি (রিয়ার সোসিয়েদাদ)।
ডিফেন্ডার: মার্তিন দেমিচেলিস (এসপানিওল), মাতেও মুসাচ্চিও (ভিয়ারিয়াল), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), রামিরো ফুনেস মোরি (এভারটন), গাব্রিয়েল মেরকাদো (সেভিয়া), ফাকুন্দো রনকাগলিয়া (সেল্তা ভিগো), এমানুয়েল মাস (সান লরেন্সো), পাবলো সাবালেতা (ম্যানচেস্টার সিটি)।
মিডফিল্ডার: হাভিয়ের মাসচেরানো (বার্সেলোনা), গিদো পিসাররো (তিগ্রেস), লুকাস বিগলিয়া (লাৎসিও), এভার বানেগা (ইন্টার), এনসো পেরেস (ভালেন্সিয়া), নিকোলাস গাইতান (আতলেতিকো মাদ্রিদ), আনহেল দি মারিয়া (পিএসজি), হুলিও বুফ্ফারিনি (সান পাবলো), মার্কোস আকুনা (রেসিং)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ), লুকাস প্রাত্তো (আতলেতিকো মিনেইরো), সের্হিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), পাওলো দিবালা (ইউভেন্তুস), গনসালো হিগুয়াইন (ইউভে)।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর