আওয়ামী লীগের ফ্যাসিস্ট দোসর ও চুক্তিভিত্তিক নিয়োগে বিতর্কিত কর্মকর্তাদের অপসারণের প্রজ্ঞাপন জারীর দাবিতে আগামী রোববার মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে।
আজ শনিবার ২৪ মে সদস্য সচিব কাজী মেরাজ হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্র-জনতা, জুলাই ঐক্যসহ বিভিন্ন সংগঠন দিনের পর দিন ফ্যাসিস্ট আওয়ামী দোসর মুক্ত জনপ্রশাসনের দাবিতে আন্দোলন করে যাচ্ছে। বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামও এই দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে আন্দোলন করে যাচ্ছে। পর্যায়ক্রমে মাননীয় উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী ফ্যাসিস্ট দোসর ও চুক্তিভিত্তিক নিয়োজিত বিতর্কিত কর্মকর্তাদের অপসারণের অনুরোধ জানিয়ে তালিকা প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট মাননীয় উপদেষ্টাগণ এবং কর্মকর্তাগণ বার বার আশ্বাস জানালেও বাস্তবে কোন দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না।
এমতাবস্থায়, আওয়ামী ফ্যাসিস্ট দোসর ও চুক্তিভিত্তিক নিয়োজিত বিতর্কিত কর্মকর্তাদের অপসারণের প্রজ্ঞাপন জারীর দাবিতে রবিবার ২৫ মে সকাল ১০টায় মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশান মন্ত্রণালয় অবস্থান কর্মসূচি ঘোষণা করা হলো।
নির্ধারিত সময়ে ‘বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম’ এর সকল সদস্যগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।