বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন নিয়ে ক্ষোভ জানিয়েছে সংযুক্ত পরিষদ, যার অনুমোদন দেওয়া হয়েছে আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে।
নেতারা আরও বলেন, প্রয়োজনে সব ভেদাভেদ ভুলে কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে যাবে।
পরিষদের পক্ষ থেকে দাবি জানানো হয়, অধ্যাদেশটি চূড়ান্ত করার আগে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করতে হবে। তা না হলে সচিবালয়ে “অস্থিতিশীল পরিবেশ” সৃষ্টি হতে পারে বলেও তারা সতর্ক করেন।
সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি কাজী জহিরুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. আশিকুল হক সহিদ, যুগ্ম-মহাসচিব মো. ফেরদৌস আলম খন্দকার, মো. মিলন মোল্লা, মো. ওবায়দুল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হাসনাত, প্রচার সম্পাদক মো. মোফাছ্ছেল হোসেন, নির্বাহী সদস্য নাজমুল হক ও আসাদুর রহমান আসাদসহ পরিষদের নেতারা ।
নেতারা বলেন, “এই অধ্যাদেশ বাস্তবায়নের চেষ্টা কোনো বিশেষ মহলের ব্যক্তিস্বার্থে পরিচালিত হচ্ছে, যা সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে।”