পবিত্র ঈদুল আজহা সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে জিরার আমদানি বেড়েছে। আমদানি বৃদ্ধি পাওয়ায় পণ্যটির দাম কিছুটা কমেছে। আগে এই বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ২-৩টি ট্রাকে জিরা আমদানি হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৮-১০টি ট্রাকে। বর্তমানে প্রতিটন জিরা ৩ হাজার ৫০০ মার্কিন ডলার মূল্যে আমদানি হচ্ছে।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, কোরবানির ঈদকে সামনে রেখে আমদানি করা জিরাগুলো দ্রুত শুল্কায়ন করে ছাড়করণের ব্যবস্থা করা হচ্ছে, যাতে বাজারে সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে।
আমদানিকারক নাজমুল ইসলাম জানান, ভারতে জিরার দাম কমে যাওয়ায় এবং আমদানি বেড়ে যাওয়ায় দেশের বাজারেও পণ্যটির দাম কমেছে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের আগ পর্যন্ত আমদানি অব্যাহত থাকলে জিরার দাম আরও কিছুটা কমে আসবে।
হিলির স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি জিরা ৬০০ থেকে ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কমায় সাধারণ ক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেছেন