আগামী ডিসেম্বরের মধ্যে আরও ১০ থেকে ১২টি দেশে জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর। তবে কোন কোন দেশে এনআইডি কার্যক্রম চালু করা হবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।
রোববার (১৮ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গণমাধ্যকে এসব তথ্য জানান এনআইডি ডিজি।
হুমায়ুন কবীর বলেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। তারা দূতাবাসে চিঠি দেয়, সেখান থেকে ক্লিয়ারেন্স পেলে আমরা কাজ শুরু করতে পারি। ৩১টি দেশ থেকে আমরা এখনো ক্লিয়ারেন্স পাইনি। তবে আমরা ইন্ডিভিজ্যুয়ালি যোগাযোগ করছি। জনবল, অফিস স্পেসের জন্য অনেকে এই ক্লিয়ারেন্স দিচ্ছেন না। আশা করছি ডিসেম্বরের মধ্যে ১০ থেকে ১২টি দেশে নিবন্ধন প্রক্রিয়া চালু করা সম্ভব হবে। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।
ডিজি বলেন, এখন পর্যন্ত ৯টি দেশের ১৬টি স্টেশনে চালু করা হয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন প্রক্রিয়া। কোনো দেশে একটি, কোনো দেশে একাধিক নিবন্ধন স্টেশন চলু করা হয়েছে। এখন পর্যন্ত ৪৫ হাজার ১৮৪টি আবেদন পাওয়া গেছে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে। এর মধ্যে ২৮ হাজার ৯২৬ জনের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে মিশন অফিগুলো থেকে। দূরে বাসা হওয়ায় বা কাজের জন্য সবাই এখনো বায়োমেট্রিক দিতে পারেনি।
এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর বলেন, তদন্ত করতে কিছুটা সময় লাগে। কারণ তদন্তে কাগজপত্র সব যাচাই করা হয়। এছাড়া নির্বাচন কমিশন এবং মিশনেও বিলম্ব হয়। এখন পর্যন্ত ৩ হাজার ৫৬৩ জনের আবেদন বাতিল করা হয়েছে। তদন্তে তাদের ঠিকানা ও অন্যান্য ডকুমেন্টস সঠিক পাওয়া যায়নি। অন্যদিকে ১৬ হাজার ২৯ জনের তথ্য আপলোড করা হয়েছে। সবমিলিয়ে ২৩ হাজার ২৯৫ জনকে এই প্রক্রিয়ার মধ্যে আনতে পেরেছি এবং ১১ হাজার ১৫৮ জনের স্মার্টকার্ড প্রিন্ট করে তাদের মধ্যে বিলি করার জন্য মিশন অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তিনি জানান, এখন পর্যন্ত ৯টি দেশে এনআইডি নিবন্ধন কার্যক্রম চলমান আছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ১৯ হাজার ১৯৭ জন আবেদন করেছে এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ৯ হাজার ৪২৩ জনের। সৌদি আরব থেকে আবেদন করেছেন ৩ হাজার ৫৫৪ জন, আপলোড হয়েছে ৫৭৭ জনের। যুক্তরাজ্য থেকে ৮ হাজার ৫২৯ জন প্রবাসী বাংলাদেশি আবেদন করেছেন, নিবন্ধন সম্পন্ন হয়েছে ৩ হাজার ৯৮৫ জনের। ইতালি থেকে ৬ হাজার ৩৭২ জন আবেদন করেছেন, নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে ২ হাজার ৪২৩ জনের। কুয়েত থেকে আবেদন এসেছে ৩ হাজার ৭৮২ জনের, নিবন্ধন সম্পন্ন হয়েছে ১ হাজার ৩০৩ জনের। কাতার প্রবাসীদের ২ হাজার ৮০২ জন এনআইডি পেতে আবেদন করেছেন, এরমধ্যে নিবন্ধন সম্পন্ন হয়েছে ১ হাজার ৮২ জনের। মালয়েশিয়া থেকে আবেদন করেছেন ৯৪৮ জন, আপলোড হয়েছে ৩৫৬ জনের ডাটা। এছাড়া অস্ট্রেলিয়া ও কানাডায় সম্প্রতি কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।