চলতি বছর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে অভিশপ্ত এক রানে হারের পর মিডিয়া থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। দীর্ঘ সময় বাংলাদেশ কোনো টেস্ট খেলেনি বলে সংবাদ সম্মেলনেও আসতে হয়নি তাকে।
আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আজ বুধবার সংবাদ সম্মেলনে এলেন মুশফিক। জানালেন এতদিন মিডিয়া থেকে দূরের থাকার রহস্য। তিনি বলেন, ‘আসলে মনোযোগ একটা সুনির্দিষ্ট জায়গায় রাখতেই এমনটি হয়েছে। আমি ভাবছিলাম অন্যান্য দিকে মনোযোগ না দিয়ে যদি নিজের কাজগুলো ভালোভাবে করতে পারি, তাহলে সেটা আমার জন্য ভালো হবে। এর বাইরে তেমন কিছু নেই। আর শেষ ১৪ মাসে খেলা ছিল না তাই দেখা হয় না। হয়ত খেলা হলে নিয়মিত দেখা হতো।’
তিনি আরও বলেন, ‘চেষ্টা করব মাঠের ভেতরে ভালো পারফরম্যান্স করার, দল হিসেবে ভালো করার। তাহলে হয়ত আপনারাও উল্টা-পাল্টা প্রশ্ন করার সুযোগ পাবেন না! আপনারা যদি এতটুকু সাহায্য না করেন, তাহলে খুব কঠিন হয়ে যায়।’