ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের অর্থনীতিতে আইএমএফ সন্তুষ্ট: অর্থ উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৬ বার

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড এবং অর্থনীতিতে অর্জনের জন্য আইএমএফ সন্তুষ্ট।

আজ রবিবার সচিবালয়ে আইএমএফ মিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘জুনের মধ্যে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের পরবর্তী চতুর্থ এবং পঞ্চম কিস্তি একসঙ্গে পাওয়া যাবে।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আইএমএফের মূল ফোকাস ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানো, বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর একটু স্থিতিশীল করা, বাজেটে ঘাটতি কমানো।’

ভ্যাট সিঙ্গেল রেটে নামিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘সিঙ্গেল রেটের বিষয়ে আমরা চেষ্টা করবো। তবে আমরা একবারে সিঙ্গেল রেটে পৌঁছাতে পারবো না।’

আইএমএফ ঋণের কিস্তির বিষয়ে তিনি বলেন, ‘দুই কিস্তির অর্থ একবারে দেবে। ওরা এখন রিভিউ করবে। আমরা ট্যাক্স-জিডিপি রেশিও বাড়াবো কীভাবে, মাত্র ৭ শতাংশ আছে। তারপর আমাদের ট্যাক্স কালেকশন কীভাবে করবো। ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন লিকেজ যেন না হয়।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘মূলত আইএমএফের কনসার্ন হলো রেভিনিউ জেনারেশন, আমাদের বাজেট সাইজ কত হবে, ডেফিসিট (ঘাটতি) কত হবে, এগুলো নিয়ে আপাতত কথা হয়েছে। আমার সঙ্গে ডিটেইল কথা হয়নি, এনবিআরের সঙ্গে কথা হবে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা হবে লোন রেজুলেশন নিয়ে।’

আইএমএফের গবেষণা বিভাগের জ‍্যেষ্ঠ কর্মকর্তা ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে আজ থেকে ২ সপ্তাহের জন্য বাংলাদেশ সফর করছে একটি প্রতিনিধিদল।

আজ সকালে প্রথম বৈঠকটি হয়েছে অর্থ সচিবের সঙ্গে। সফরকালে আইএমএফ কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংক, এনবিআর, জ্বালানি ও বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অন্তর্বর্তী সরকারের অর্থনীতিতে আইএমএফ সন্তুষ্ট: অর্থ উপদেষ্টা

আপডেট টাইম : ১০:৩১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড এবং অর্থনীতিতে অর্জনের জন্য আইএমএফ সন্তুষ্ট।

আজ রবিবার সচিবালয়ে আইএমএফ মিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘জুনের মধ্যে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের পরবর্তী চতুর্থ এবং পঞ্চম কিস্তি একসঙ্গে পাওয়া যাবে।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আইএমএফের মূল ফোকাস ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানো, বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর একটু স্থিতিশীল করা, বাজেটে ঘাটতি কমানো।’

ভ্যাট সিঙ্গেল রেটে নামিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘সিঙ্গেল রেটের বিষয়ে আমরা চেষ্টা করবো। তবে আমরা একবারে সিঙ্গেল রেটে পৌঁছাতে পারবো না।’

আইএমএফ ঋণের কিস্তির বিষয়ে তিনি বলেন, ‘দুই কিস্তির অর্থ একবারে দেবে। ওরা এখন রিভিউ করবে। আমরা ট্যাক্স-জিডিপি রেশিও বাড়াবো কীভাবে, মাত্র ৭ শতাংশ আছে। তারপর আমাদের ট্যাক্স কালেকশন কীভাবে করবো। ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন লিকেজ যেন না হয়।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘মূলত আইএমএফের কনসার্ন হলো রেভিনিউ জেনারেশন, আমাদের বাজেট সাইজ কত হবে, ডেফিসিট (ঘাটতি) কত হবে, এগুলো নিয়ে আপাতত কথা হয়েছে। আমার সঙ্গে ডিটেইল কথা হয়নি, এনবিআরের সঙ্গে কথা হবে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা হবে লোন রেজুলেশন নিয়ে।’

আইএমএফের গবেষণা বিভাগের জ‍্যেষ্ঠ কর্মকর্তা ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে আজ থেকে ২ সপ্তাহের জন্য বাংলাদেশ সফর করছে একটি প্রতিনিধিদল।

আজ সকালে প্রথম বৈঠকটি হয়েছে অর্থ সচিবের সঙ্গে। সফরকালে আইএমএফ কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংক, এনবিআর, জ্বালানি ও বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবেন।