ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শহিদ সেনা দিবসের নাম পরিবর্তনের দাবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ২১ বার

শহিদ সেনা দিবসের নাম পরিবর্তন করে ‘পিলখানা গণহত্যা দিবস’ রাখার দাবি জানানো হয়েছে।

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারবর্গ আয়োজিত শর্তমুক্ত স্বাধীন কমিশন চাই, প্রকৃত অপরাধীর বিচার চাই, হাসিনার প্রহসনমূলক রায় বহাল রেখে নতুন তদন্ত কমিশন প্রকৃত সত্য উদঘাটনে কতটুকু কার্যকর? শীর্ষক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ পিলখানা হত্যাকাণ্ডকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করে বলেন, ২০০৯ সালে পিলখানায় নিহত সেনা কর্মকর্তারা সেনা কর্মকর্তা হিসেবে শহিদ হননি, বরং তারা বিডিআরের পদস্থ কর্মী হিসেবে শহিদ হয়েছেন। পিলখানা হত্যাকাণ্ডের পর বহু বিডিআর জওয়ান নির্যাতিত হয়ে মারা গেছেন এবং সরকার এখনও তাদের মৃত্যুর সঠিক পরিসংখ্যান, তালিকা বা পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ করেনি। বরং আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে একাধিক ভুয়া তথ্য প্রচার করা হয়েছে, যেমন বলা হয়েছে যে, তারা স্ট্রোকে বা করোনায় মারা গেছেন।

পিলখানা হত্যাকাণ্ডে ভারত এবং আওয়ামী লীগের জড়িত থাকার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, বিডিআরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মইনুল হাসানও একই অভিযোগ করেছেন। এই ঘটনার সময় বাইরে থেকে ২০-২১ জনের একটি দল পিলখানায় ঢুকে ছিল এবং তাদের মদদে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। তবে সরকার এখনো এই বিষয় নিয়ে যথাযথ তদন্ত করেনি এবং অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের খুঁজে বের করতে একটি স্বাধীন গণতদন্ত কমিশন গঠন করা হোক। বিডিআরের সদস্যরা যারা নিরপরাধ, তাদের বিরুদ্ধে অবিচার করা হয়েছে এবং তাদের পরিবারগুলি আজও সমাজ থেকে বিচ্ছিন্ন। তারা বিচারের দাবি জানাচ্ছে এবং রাষ্ট্রের পক্ষ থেকে কমপেনসেশন ও ক্ষতিপূরণের দাবি করছেন।

আয়োজকরা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত না করে একটি প্রহসনমূলক বিচার হয়, যেখানে বহু নিরীহ বিডিআর সদস্যকে মিথ্যা অভিযোগে সাজা দেওয়া হয়। তদন্ত কমিশন গঠন হলেও, প্রশ্ন ওঠে নতুন কমিশন কতটা কার্যকর হবে যদি পূর্বের রায় বহাল থাকে। প্রকৃত অপরাধীদের আড়াল করতে সাজানো বিচার এখনও চলমান, এবং নিরপরাধ সৈনিকরা অন্যায়ভাবে শাস্তি পাচ্ছে। শহীদদের আত্মার শান্তি ও তাদের পরিবারের জন্য প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হলে রাষ্ট্রও এই অন্যায়ের দায় এড়াতে পারবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

শহিদ সেনা দিবসের নাম পরিবর্তনের দাবি

আপডেট টাইম : ১২:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

শহিদ সেনা দিবসের নাম পরিবর্তন করে ‘পিলখানা গণহত্যা দিবস’ রাখার দাবি জানানো হয়েছে।

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারবর্গ আয়োজিত শর্তমুক্ত স্বাধীন কমিশন চাই, প্রকৃত অপরাধীর বিচার চাই, হাসিনার প্রহসনমূলক রায় বহাল রেখে নতুন তদন্ত কমিশন প্রকৃত সত্য উদঘাটনে কতটুকু কার্যকর? শীর্ষক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ পিলখানা হত্যাকাণ্ডকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করে বলেন, ২০০৯ সালে পিলখানায় নিহত সেনা কর্মকর্তারা সেনা কর্মকর্তা হিসেবে শহিদ হননি, বরং তারা বিডিআরের পদস্থ কর্মী হিসেবে শহিদ হয়েছেন। পিলখানা হত্যাকাণ্ডের পর বহু বিডিআর জওয়ান নির্যাতিত হয়ে মারা গেছেন এবং সরকার এখনও তাদের মৃত্যুর সঠিক পরিসংখ্যান, তালিকা বা পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ করেনি। বরং আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে একাধিক ভুয়া তথ্য প্রচার করা হয়েছে, যেমন বলা হয়েছে যে, তারা স্ট্রোকে বা করোনায় মারা গেছেন।

পিলখানা হত্যাকাণ্ডে ভারত এবং আওয়ামী লীগের জড়িত থাকার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, বিডিআরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মইনুল হাসানও একই অভিযোগ করেছেন। এই ঘটনার সময় বাইরে থেকে ২০-২১ জনের একটি দল পিলখানায় ঢুকে ছিল এবং তাদের মদদে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। তবে সরকার এখনো এই বিষয় নিয়ে যথাযথ তদন্ত করেনি এবং অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের খুঁজে বের করতে একটি স্বাধীন গণতদন্ত কমিশন গঠন করা হোক। বিডিআরের সদস্যরা যারা নিরপরাধ, তাদের বিরুদ্ধে অবিচার করা হয়েছে এবং তাদের পরিবারগুলি আজও সমাজ থেকে বিচ্ছিন্ন। তারা বিচারের দাবি জানাচ্ছে এবং রাষ্ট্রের পক্ষ থেকে কমপেনসেশন ও ক্ষতিপূরণের দাবি করছেন।

আয়োজকরা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত না করে একটি প্রহসনমূলক বিচার হয়, যেখানে বহু নিরীহ বিডিআর সদস্যকে মিথ্যা অভিযোগে সাজা দেওয়া হয়। তদন্ত কমিশন গঠন হলেও, প্রশ্ন ওঠে নতুন কমিশন কতটা কার্যকর হবে যদি পূর্বের রায় বহাল থাকে। প্রকৃত অপরাধীদের আড়াল করতে সাজানো বিচার এখনও চলমান, এবং নিরপরাধ সৈনিকরা অন্যায়ভাবে শাস্তি পাচ্ছে। শহীদদের আত্মার শান্তি ও তাদের পরিবারের জন্য প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হলে রাষ্ট্রও এই অন্যায়ের দায় এড়াতে পারবে না।