বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্মমহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেছেন, তারেক জিয়ার নেতৃত্বে আমরা ১৬ বছর লড়াই সংগ্রাম ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ভোটাধিকারের জন্য। কিন্তু অন্তবর্তী সরকারের ৭ মাস হতে চললেও জাতীয় নির্বাচন নিয়ে কোনো আয়োজন দেখছি না। এ দেশে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জনগণ মেনে নিবে না।
আজ সোমবার দুপুরে মাগুরার নোমানী ময়দানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আবদুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহত্রাণ ও পুর্নবাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি, ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খানসহ অন্যান্যরা।
সমাবেশে আবদুস সালাম আজাদ বলেন, ৫ আগস্ট ফ্যাসিষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে ছাত্র-জনার আন্দোলনের মুখে। দেশনায়ক তারেক জিয়ার নেতৃত্বে ১৬ বছর লড়াই সংগ্রাম ছিল অবাধ ভোট গ্রহণের জন্য। কিন্তু বর্তমান অন্তবর্তী সরকারের ৭ মাস হতে চললেও জাতীয় নির্বাচন নিয়ে কোনো আয়োজন দেখছি না। এ দেশে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জনগণ মেনে নিবে না।
সমাবেশে জেলার ৪ উপজেলার বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।