জেলা (নেত্রকোণা) প্রতিনিধিঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোণা জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকালে জামায়াতের নেত্রকোণা জেলা কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্বে করেন, অধ্যাপক মাও. সাদেক আহমাদ হারিছ এবং সঞ্চালনায় ছিলেন, অধ্যাপক মাও. মাহবুবুর রহমান।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভুইঁয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি দেলোয়ার হোসেন সাইফুল, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক বদরুল আমিন।