চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠতে আর মাত্র এক দিন বাকি। আগামীকাল বুধবার উদ্বোধনী ম্যাচে ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হবে।
এবারের আসরে ৮ দল অংশগ্রহণ করবে। যেখানে ১৯ দিনের এই টুর্নামেন্টে ফাইনালসহ ১৫টি ম্যাচ গড়াবে। এই টুর্নামেন্টের জন্য এবার তারকায় ঠাসা ধারাভাষ্য প্যানেল প্রকাশ করেছে আইসিসি। যেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আছেন আতহার আলী খান।
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার প্রকাশিত ধারাভাষ্যকারদের এই প্যানেলে আছেন নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, রবি শাস্ত্রী, রমিজ রাজা, ওয়াসিম আকরাম ও সুনীল গাভাস্কারের মতো জনপ্রিয় তারকারা। তাদের সঙ্গে দায়িত্ব পালন করবেন অ্যারন ফিঞ্চ, ম্যাথিউ হেইডেন, মেল জোন্স, হার্শা ভোগলে, মাইকেল আথারটন, এমপুমেলেলো এমবাংওয়া, কাস নাইডু ও সাইমন ডুল।
এ ছাড়া ধারাভাষ্য প্যানেল পূর্ণতা পাবে বেশ কয়েকজন সাবেক তারকা ক্রিকেটারের মুখনিঃসৃত বিশ্লেষণে। চ্যাম্পিয়নস ট্রফির পুরো আসরজুড়ে বিশেষজ্ঞ মতামত ও বিশ্লেষণী দিয়ে সক্রিয় থাকবেন ডেল স্টেইন, বাজিদ খান, দীনেশ কার্তিক, ক্যাটি মার্টিন, শন পোলক, আতহার আলী খান ও ইয়ান ওয়ার্ড।