বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘আমরা আমাদের শত্রু দেশ হিসেবে ভারতের বিরুদ্ধে লড়াই করছি।উদার ও গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি সবসময়ই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করেছে।’
শহীদ ড. শামসুজ্জোহা দিবস ও শিক্ষক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ জোহার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, ‘ড. জোহা দেশ রক্ষার শিক্ষা দিয়ে গেছেন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়েও দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে।খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। তারেক রহমানও দেশে ফিরবেন।’
তিনি বলেন, ‘বিএনপি উদার ও গণতান্ত্রিক রাজনীতি করে। কাজেই আগামী দিনেও বিএনপি দেশ রক্ষার সকল আন্দোলনে আগ্রণী ভূমিকায় থাকবে।’
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে ড. জোহা গুলিবিদ্ধ হওয়ার স্থান স্মৃতিফলকে এবং প্রশাসন ভবনের সামনে শহীদ জোহার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মিনু। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
এদিকে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। পরে শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন আবাসিক হল, ইনস্টিটিউট, বিভাগ ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
উল্লেখ্য, ’৬৯ সালে গণঅভ্যুত্থান চলাকালে আজকের দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফটকের কাছে বিক্ষোভকারী শিক্ষার্থীদের রক্ষায় ড. জোহা পাকিস্তানি সেনাবাহিনীর সামনে এগিয়ে যান। এ সময় পাক সেনারা তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে।সেই থেকে দিনটি পালিত হচ্ছে।