নিজাম (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে কাবিখা এর মাধ্যমে রাস্তা সংস্কারের শুভ উদ্বোধন করেন ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি। হাসনপুর-বিয়াশির হেয়ারিং বন্ড রাস্তাটির চারপাশ বর্ষা মৌসুমে ভেঙ্গে যাওয়ায় এ রাস্তাটি ইউনিয়ন পরিষদ থেকে মেরামতের উদ্যাোগ নেওয়া হয়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এ কাজ উদ্বোধন করেন।
এ সময় হাসনপুর কারিগরি কলেজের প্রভাষক আমিনূল ইসলাম, মহিলা ইউপি সদস্য পারভীন আক্তার, সদস্য পাবেল মিয়া, জাহাঙ্গীর মিয়া, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল ও নিজাম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।