বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনে বরাদ্দকৃত সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের নেতৃত্বাধীন মার্কিন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (ডিওজিই) এই সিদ্ধান্ত নেয়।মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উন্নয়নে ২৯ মিলিয়ন ডলার বরাদ্দ ছিল, বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে তিনশ কোটি টাকারও বেশি। বাংলাদেশ ছাড়াও ভারতের ২১ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও বাতিল করা হয়েছে।
ইলন মাস্কের নেতৃত্বাধীন এই দপ্তর বাজেট কমানোর অংশ হিসেবে অর্থায়ন বাতিলের ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন প্রশাসন আন্তর্জাতিক সহায়তা খাতে ব্যাপক কাটছাঁট করছে। তারই অংশ হিসেবে বাংলাদেশের জন্য বরাদ্দ তহবিল বাতিল করা হয়েছে।
বাংলাদেশ ও ভারত ছাড়াও বিশ্বের আরও কিছু দেশের নাম রয়েছে এই তালিকাতে। এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হচ্ছে মোজাম্বিক (১০ মিলিয়ন ডলার), কম্বোডিয়া (২.৩ মিলিয়ন ডলার), সার্বিয়া (১৪ মিলিয়ন ডলার), মলদোভা (২২ মিলিয়ন ডলার), নেপাল দুটি কর্মসূচিতে (৩৯ মিলিয়ন ডলার) এবং মালি (১৪ মিলিয়ন ডলার)।